| | |

মসজিদ আল নূর এ দুইদিন ব্যাপী ইসলামীক এক্সিবিশন অনুস্ঠিত।


শনিবার এবং রবিবার 14 -15 সেপ্টেম্বর 2024 তারিখে ইংল্যান্ডের প্রসিদ্ধ শহর টনব্রিজ ওয়েলস এ ই শহরে কম সংখ্যক বাংলাদেশী এদের উদ্দ্যেগেস নির্মিত হয়েছে ইসলামিক মসজিদ আল নূর। 

কমসংখ্যক বাংলাদেশী হলেও তাদের উদ্দ্যেগে দুইদিন ব্যাপী টনব্রিজ ওয়েলস ইসলামিক এক্সিবিশন অনুস্ঠিত হয়।

দুইদিনে ৬০০ শত জন মানুষ অংশগ্রহন করে এই প্রদর্শনীতে এতো সংখ্যক লোক সমাগম হয়েছিল যা চোখে পডার মতো। আয়োজকরা বলেন এই এক্সিবিশনে মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা খুবই খুশি। তারা আরো বলেন এই ধরনের এক্সিবিশনের মাধ্যমে মুসলিম ও অমুসলিম সম্প্রদায়ের সাথে সম্পর্ক গড়ে তোল এবং ইসলাম স্পর্ককে অন্কেরই ভুলধারনার অবসান হবে  সম্পর্ক হবে বন্ধুত্বের। 

ধন্যবাদ 

কমিটির সদস্য বৃন্দের মধ্যে 

জুবার আহমেদ 

হোসেন মুহিত 

আব্দুল হাসিব

আব্দুল মুনিম

বললেন মাহরেজ

আবদুস সামাদ


Similar Posts