মতবিনিময় সভা অনুস্ঠিত।
প্রবাসী দক্ষিন সুরমা-বালাগন্জ-ফেন্সুগন্জবাসীর উদ্দোগে সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের ট্রাক মার্কার সমর্থনে ইষ্ট লন্ডনের স্হানীয় একটি হলে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।সভায় সভাপতিত্ব করেন,চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।
সাবেক স্পিকার খালেছ উদ্দীনের পরিচালনায় প্রধান অথিতি ছিলেন বীর মুক্তিযুদ্বা দেওয়ান গৌউছ সুলতান,সাবেক মেয়র পারভেজ আহমেদ,সাবেক স্পিকার আহবাব হোসেন।বক্ত্যব রাখেন,আব্দুল মজিদ লাল মিয়া,শাহ এমরান হোসেন,মুজিব হোসেন,এনামুল ইসলাম চৌধুরী,জাহেদ মিয়া,সুরুক আহমেদ চৌধুরী,আলী হুসেন,মুহিবুর রহমান আলী আহমদ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা এলাকার উন্নয়নে সৎ যোগ্য লোক ডা. দুলালকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।