প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির নির্বাচনে প্যানেল পরিচিতি অনুস্ঠিত।

১২/০৭/২০২৩ প্রবাসী বালাগন্জ -ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ উপলক্ষে তোফা -সাজ্জাদ-হাবিব প্যানেলের (সানফ্লাওয়ার প্রতিক) নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে আগামী ৩০শে জুলাইর সমিতির নির্বাচনকে সামনে রেখে পূর্ব লন্ডনের মাইক্র বিসনেস সেন্টারে এক প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা অনুষ্টিত হয় ।সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা চেয়ারম্যান শ্রী রবীন পাল এবং সভা যৌথ ভাবে উপস্হাপনা করেন আবুল কালাম শেখ এবং মতাহির আলী সুহেল ।
সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বালাগন্জ -ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টের সাবেক চেয়াম্যান মো অনাহার মিয়া সভায় আরো বক্তব্য রাখেন নুরুল হক মিয়া নুর আলী , মনাফ মিয়া , সাদ মিয়া , মশাহিদ আলী বেলাল, আনছার মিয়া , হান্নান মিয়া ,আজমল আলী খান, তালেব আলী, বদরুজ্জামান চৌ, আব্দুস সালাম, আনছার আলী , সুরমান হোসেইন , আব্দুল কাদির রুনো, মাহমদ আলী সাইদুল আলম চৌ, দিলওয়ার হোসেন প্রমুখ ।
সভায় প্যানেলের সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়