| | |

লন্ডন বাংলা প্রেস ক্লাবের দাবা এবং ক্যারম প্রতিযোগিতা ২০২৩ সম্পন্ন।


২রা জুলাই ২০২৩ বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা (দাবা ও ক্যারম) ক্লাবে অনুস্ঠিত হয়।ছিলো সারা দিন ব্যাপী জাঁকজমক পূর্ণ আয়োজন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন এবং রানার্স আপদের মধ্যে পুরস্কার কুলে দেওয়া হয়।

বিতরনী অনুস্ঠানে

সভাপতিত্ব করেন – সিনিয়র সহ সভাপতি- ব্যারিস্টার তারেক চৌধুরী, পরিচালনা করেন ইভেন্ট এ্যান্ড ফ্যাসেলিটি্স সেক্রেটারি মোঃ রেজাউল করিম মৃধা

শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাধারন সম্পাদক তাইসির মাহমুদ বক্তব্য রাখেন- সহ সভাপতি রহমত আলি, মারুফ আহম্মেদ।

প্রতিযোগিতা দাবায় অংশ গ্রহন করেন

১০ জন প্রতিযোগি এর মধ্য থেকে

চ্যাম্পিয়ন – বুলবুল হাসান

রানার্স আপ – জিয়াউর রহমান সাকলাইন।

আরব্রিটেটর দায়িত্ব পালন করেন

আবু মুসা হাসান কবি মাজেদ মাহমুদ ও আশরাফ নান্নু।

ক্যারম একক

চ্যাম্পিয়ন – আতিকুর রহমান আতিক

রানার্স আপ – মাহবুব খানশুর।

রেফারী – তবারুকুল ইসলাম পারভেজ।

উপ কমিটির দায়িত্ব পালন করেন।

মোঃ রেজাউল করিম মৃধা

সহযোগিতায় ছিলেন মো: সালেহ আহমদ, মোঃ আব্দুল কাইয়ুম, আহাদ চৌধুরী বাবু, আনোয়ার শাহাজাহান, শাহনাজ সুলতানা।


Similar Posts