ইতালীর পরবর্তী প্রেসিডন্ট হচ্ছেন সিলভিও বেরসুসকনী।
মো: রেজাউল করিম মৃধা।
রাজনীতিতে শেষ বলে কোন শব্দ নেই। রাজনীতিতে উত্থান পতন থাকবেই। এক সময় যিনি তিন হয়তো জননন্দিত অপর সময় আবার জননিন্দিত। এইটাই হলো রাজনীতি। তেমনি একজন রাজনৈতিক ব্যাক্তি সিলভিও বেরলুসকনী।
সেক্স এবং ট্যাক্স কেলেংকারিতে ইতালীর প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হন। সময়ের পরিবর্তনে আবার ৮৫ বছর বয়সে আগামী নতুন বছরের জানুয়ারি মাসে ইতালীর প্রেসিডন্ট হতে যাচ্ছেন।
তিনি ব্যাবসায়ী রাজনৈতিক ব্যাক্তিত্ব । নিজেই গঠন করেন রাজনৈতিক দল ফরছা ইতালীয়া। ফুটবল দল এ সি মিলান। এছাড়া রয়েছে ১৫০টি বড় কম্পানির ব্যাবসা প্রতিষ্ঠান।
১৯৩৬ সালের ২৯শে সেপ্টম্বর ইতালীর মিলানোতে জন্ম গ্রহন করেন। ইতালীর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ১৭ বছর বয়সী মডেল কন্যার সাথে সেক্স কেলেংকারিতে জড়িয়ে পরে ব্যাবসায়ীক ট্যাক্স কেলেংকারি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
কিন্তু আবার ইতালীর পার্লামেন্টের এমপিদের ভোটে তিনি ইতালীর প্রেসিডন্ট হতে যাচ্ছে। আগামী নতুন বছরের জানুয়ারিতে তার দায়িত্বভার গ্রহন করবেন বলে বিবিসি জানিয়েছে।