| |

৪ ধাপে ইংল্যান্ডের লক ডাউন শিথিল হচ্ছে। স্বাভাবিক হতে সময় লাগবে আরো ৪ মাস।


মে: রেজাউল করিম মৃধা।

দীর্ঘ প্রচেস্টা, লক ডাউন এবং ভ্যাকসিন সব কিছুর পর করোনা অনেকটা নিয়ন্ত্রে আসছে। এর ফলে করোনা বিশেষজ্ঞগণের পরামর্শে ও সার্বিক বিবেচনায় সরকার ৪ টি ধাপে তৃতীয় জাতীয় লক ডাউন তুলে নেওয়া হবে এমন ঘোষনা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

প্রথম ধাপে:-

১/ ৮ই মার্চ স্কুল সহ শিক্ষা প্রতিস্ঠান খুলবে।

সেই সাথে আফটার স্কুল স্পোর্টস এবং রিক্রেশনের ব্যাবস্থা ও খোলা থাকবে।

২/ পার্কে , কফি শপে দুইজন এক সাথে মিলিত হতে পারবেন। গল্প করতে পারবেন।সময় কাটাতে বা মিটিং করতে পারবেন।

৩/ ২৯শে মার্চ থেকে দুই পরিবার দেখা করতে পারবেন। একে অন্য বাসায় যেতে পারবেন।

৪/ ২৯ শে মার্চ থেকে ৬ জন এক সাথে মিলিত হতে পারবেন, ৬ জনের ,গ্রুপ মিটিং করতে পারবেন। ৬ জনের দল পিকনিক করতে পারবেন।

৫/ ২৯শে মার্চ থেকে এক শহরের লোক অন্য শহরে যেতে পারবেন বা অন্য অন্চলে যাতায়াত করতে পারবেন।

দ্বিতীয় ধাপে:-

১/ ১২ই এপ্রিল ২০২১ নন এসেন্সিয়াল শপ খোলে দেওয়া হবে।

২/ হেয়ার ড্রেসার , বারবার শপ, লাইব্রেরি খোলা হবে।

৩/ বাসার গার্ডেনে বা বাসার আজ্ঞিনায় অন্য পরিবারের সাথে দেখা করতে পারবেন।

৪/ লেইজি সেন্টার, জিম, সুইমিং খুলে দেওয়া হবে।

৫/ নিজের ইচ্ছা মত স্বল্প পরিসরে হলিডে যেতে পারবে।

৬/ ফুনেরাল বা জানাজাতে এবং বিবাহ অনুস্ঠানে ১৫ জন অতিথি একত্রিত হতে পারবেন।

৭/ তবে অবশ্যই মুখে মাক্স এবং সামাজিক দূরুত্ব বজায় রাখতে হবে।

তৃতীয় ধাপে:-

১/ ১৭ই মে হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা, মিউজিয়াম খুলবে।

২/ আউট ডোরে ৬জন এবং এক বাসা থেকে অন্য বাসায় দুই পরিবার দেখা করা সহ আরো সহজ করা হবে।এমনকি আত্বীয়ের বাড়াতে রাত্রী যাপন করতে পারবেন।

৩/ হলে বা হোটেলে সামাজিক দুরুত্ব বজায় রেখে পার্টির আয়োজন করতে পারবেন।

চতুর্থ ধাপে :-

১/ ২১শে জুন পুরাপুরি লক ডাউন শিথিল করা হবে।

২/ আউট ডোরে এবং স্টেডিয়ামে খেলাধূলা পরিচালিত হবে।

৩/ সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

৪/ ২২শে ফেব্রুয়ারি লক ডাউন শিথিলের রোড ম্যাপ ঘোষনা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।৮ই মার্চ থেকে ২১শে জুন পর্যন্ত ৪টি ধাপে লক ডাউন তুলে নেওয়া হবে।

২১শে জুন পর্যন্ত আইনি বাধ্যবাধকতা অব্যহত থাকবে। সব কিছু ঠিক থাকলে এবং করোনার ভয়াবহ পরিস্থিতির পূনরাবৃত্তি না ঘটলে ২১ শে জুনের পর আইনি বাধ্যবাধকতা তুলে নেওয়া হতে পারে। ৮ই মার্চ থেকে ২১শে জুন পর্যন্ত চারটি ধাপে লক ডাউন উঠে যাওয়ার আবার ফিরে আসবে আমাদের স্বাভাবিক জীবন।

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ্য রাখুন, হেফাজতে রাখুন। আমিন।


Similar Posts