| |

১২ থেকে ১৭ বয়সীদের জন্য মডের্না ভ্যাকসিন বেশী কার্যকর।


মো: রেজাউল করিম মৃধা।

ভ্যাকসিন দেওয়ার মাধ্যমেই করোনা থেকে নিজেদের রক্ষা করার পরিকল্পনা হাতে নিয়েছে ব্রিটিশ সরকার। বিশেষজ্ঞরা মনে করেন করোনাভাইরাস একে বারে নির্মূল বা চলে যাবে না। করোনা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। সেই নীতি অনুসরন করে সর্ব প্রথম ব্রিটেন থেকেই করোনার ভ্যাকসিন দেওয়া শরু হয়।করোনা থেকে সুরক্ষার জন্য। প্রতিটি ভ্যাকসিন ব্রিটেন থেকেই অনুমোদন এবং প্রথম প্রয়োগ শুরু হয়েছে।

ব্রিটেনের ঔষধ নিয়ন্ত্রক “দি মেডিসিন হেল্থকেয়ার প্রডাকট্স অথরিটি এজেন্সি” (এম এইচ আর এ)বলেছে, ব্রিটেন জুড়ে ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য মডার্না কোভিড ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর।এই জন্য মর্ডানার ভ্যাকসিন ১২ থেকে ১৭ বয়সীদের জন্য অনুমোদন দিয়েছে রেগুলেটর বডি।

জুলাই মাসে উত্তর আয়ারল্যান্ডে ভ্যাকসিন ব্যবহারের অনুমতি ছিল কিন্তু এখন ইংল্যান্ড, স্কটল্যান্ডের ওয়েলসেও অনুমোদন পেয়েছে।

এখন টিকা ও টিকা সংক্রান্ত যৌথ কমিটি কি সুপারিশ করবে।কার পর এই মর্ডানা ভ্যাকসিন দেওয়া কার্যক্রম শুরু হবে।

ফাইজার-বায়োটেক ভ্যাকসিন ১৬ এবং ১৭ বছর বয়সী এবং ১২ বছরের বেশি বয়সী স্বাস্থ্যের অবস্থা বা উচ্চ ঝুঁকিতে রয়েছে। ১২থেকে ১৫ বছর বয়সীদের ফাইজার জাব দেওয়ার কোনও পরিকল্পনা গ্রহন করা হয় নাই।তবে ২৩শে আগস্ট থেকে ১৬ এবং ১৭ বয়সীদের ভ্যাকসিন দেওয়া কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ্য রাখুন। নিরাপদে রাখুন আমিন।


Similar Posts