| |

সেপ্টেম্বরের মধ্যে সবার জন্য ভ্যাকসিন দেওয়া,
প্রকল্প গ্রহন করেছে বৃটিশ সরকার।


মো: রেজাউল করিম মৃধা।

জন্মিলে মরিতে হইবে চিরন্তন সত্য কথাটি আমাদের সবার জানা। কিন্তু অস্বাভাবিক মৃত্যু আমরা নেমে নিতে পারিনা। শুধু মানুষ নয় যে কোন প্রানীরেই মরনের সাধ গ্রহন করিতে হবে। এই নিয়মের বহির্ভুত আমরা কেউ নই।তারপরও স্বাভাবিক মৃত্যু হলে আমরা দূ:ক্ষিত হলেও মেনে নেই। কিন্তু অস্বাভাবিক মৃত্যু আমাদের কাম্য নয়।আমরা কখনোই মেনে নিতে পারি না।

মহামারি কিম্বা প্রাকৃতিক দূর্যোগে অস্বভাবিক মৃত্যু আমাদের কে বেশী কাঁদায়।বর্তমানে কভিড-১৯ বা করোনা মহামারিতে সারা বিশ্বে ২০ লক্ষ মানুষের উপর মারা গেছেন। এবং শুধু ব্রিটেনেই মারা গেছেন প্রায় ১ লক্ষ মানুষ।

সমগ্র ব্রিটেন জুডে কভিড-১৯ এর প্রাদূর্ভাব অস্বাভাবিক বেড়েছেই ।প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল ।যোগ হচ্ছে নতুন করে মৃত্যুর সংখ্যা এই নতুন সংখ্যায় কে ? কখন? যোগ হবেন আমরা কেই জানিনা। ব্রিটেন প্রতি মিনিটে করোনায় আক্রান্ত হচ্ছেন ২ জন করে করোনার রোগী।এ জন্য আতংকিত সার ব্রিটেন বাসী।

প্রাণচঞ্চল লন্ডন শহর হয়ে উঠেছে স্থবির। আলোঝলমল শহর এখন এক ভূতরে নগরি। হাসপাতাল গুলিতে রোগীদের উপচে পরা ভীর, ফনেরাল সার্ভিস গুলি এবং কবরস্থান গুলি হিমশিম খাচ্ছে মৃত্যু লাশ কবর দিতে। মৃত্যুর মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে।

ভ্যাকসিন হচ্ছে করোনাভাইরস থেকে বেঁচে থাকা বা সুরক্ষার একমাত্র ইন্জেকশন। বৃটেনে ইতিমধ্যে ২.৬ মিলিয়ন মানুষের মাঝে ড্যাটা অনুযায়ী ৮০ বৎসরের উপরের এবং ফ্রন্ট লাইন ওয়ারকারদের মাঝে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ১৫ই ফেব্রুয়ারির মধ্যে ১৫ মিলিয়ন মানুষের শরীরে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন হেল্থ সেক্রেটারি ম্যাথ হেনকক’” তিনি বলেছেন সবার আগে মানুষকে সুরক্ষার দায়িত্ব সরকারের সরকার সেই অনুযায়ী দায়িত্ব পালন আপ্রাণ চেস্টা করে যাচ্ছ’”।

ব্রিটেনের ফরেন সেক্রেটারি ডমিনিক রাব বলেছেন,” আগামী সেপ্টেম্বর ২০২১ মধ্যে ১৮ বছরের উর্ধে সকল নাগরিক কে ভ্যাকসিন দেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার’”। সেই অনুযায়ী জিপির থেকে ড্যাটা নিয়ে এনএইচএস ও সরকার কাজ করছে। ভ্যাকসিন জ্যাব দেওয়ার জন্য ব্রিটেনের হাসপাতাল গুলি, বৃহৎ বৃহৎ স্থানে স্থাপিত ভ্যাকসিন সেন্টার , ফার্মেসি , হেল্থ সেন্টার গুলিতেও পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়ার উপযোগী করা হচ্ছে”।

জিপির নিকট থেকে ড্যাটা বা তালিকা অনুযায়ী বয়স এবং কাজের গুরুত্ব অনুযায়ী পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে।

কোন ব্যাক্তির ফোন করে বিরক্ত করার দরকার নেই। জিপি বা এনএইচএস থেকেই আপনার নিকটতম স্থানে ড্যাটা বা তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে।

সকল বয়সী সকল পেশার মোট কথা ব্রিটেনের সকল জনসাধারন আগামী সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন পাচ্ছেন। করোনাভাইরস মহামারির সাথে যুদ্ধ করেই বিজয়ী হবো ইন্সাহ আল্লাহ।

আপনি আগামী সেপ্টেম্বরের মধ্যেই ভ্যাকসিন পাচ্ছে এটা নিশ্চিত। তাই আসুন আমরা সরকারের সকল নিয়মনীতি এবং বিধিনিষেধ মেনে চলি।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।


Similar Posts