সেন্ডেল পরে গাড়ী চালালে, ড্রাইভারকে £৫,০০০.০০ জরিমানা।

মো: রেজাউল করিম মৃধা।
সমগ্র ব্রিটেন জুড়ে রোড এক্সিডেন্ট দিন দিন বেড়েই চলছে। প্রতিদিনই হরহামেশাই রোড এক্সিডেন্ট হচ্ছে। এক্সিডেন্ট রোধে আন্তরিক ভাবে কাজ করছে সরকার এরই ধারাবাহিকতায় বিশেষজ্ঞগণদের পরামর্শ নিয়েছে । বিশেষজ্ঞরা যে সব কারন গুলি খুঁজে পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে গাড়ী চালক বা ড্রাইভার জুতা না পরে সেন্ডেল বা স্লিপার বা অনেক নারী ড্রাইভার হাইহিল পরে গাড়ী চালান। এর ফলে রোড এক্সিডেন্ট বেশী হচ্ছে।
ওয়েলস এর ড্রাইভিং আইনের ৯৭ ধারায় এখন থেকে কেউ সেন্ডেল, স্লিপার কিম্বা হাইহিল পরে গাডী চালালে তাকে £৫,০০০.০০ (পাঁচ হাজার পাউন্ড )জরিমানা দিতে হবে।
এছাড়া ওয়েলসে রোড়ের গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার করা হচ্ছে। এছাড়া মোবাইল ফোনে কথা বললে পয়েন্ট যাবে এমন কি আপনার লাইসেন্স হারাতে পারেন।সাধারনত এক্সিডেন্ট হয় অন্য মনস্ক বা অসাবধানতার ফলে ।গাড়ী চালাতে আরো শতর্কতা সবাইকে অবলম্বন করতে হবে। নিজের সামান্য ভুলের জন্য নিজের জীবন যেমন হতে পারে বিপন্ন তেমনি অন্যের জীবনও হতে পারে ভয়াবহ ক্ষতিগ্রস্ত।
ওয়েলস অনলাইন এবং দি মিরর বরাত দিয়ে সকল ড্রাইভারকে শতর্ক বানী দেওয়া হচ্ছে। এই আইন ওয়েলসে শুরু হলেও পর্যায়ক্রমে সমগ্র ব্রিটেন জুড়েই কার্যকর করা হতে পারে।তাই সাবধান সবাই অবশ্যই জুতা পরে গাড়ী চালাবে। নয়তো দিতে হবে ৫ হাজার পাউন্ড জরিমানা।
আপনি শতর্ক হোন, সরকারি নিয়ম নীতি মেনে জুতা পরে গাড়ী চালান। নিজে নিরাপদে ভ্রমন বা যাতায়াত করুন এবং অপরকে নিরাপদ রাখুন। আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন।