| |

সেন্ট্রাল লন্ডনের কন্জেনশন চার্জ £১৫ পাউন্ড রেখেই,
সময়ের পরিবর্তন করা হয় নতুন নিয়ম।


মোঃ রেজাউল করিম মৃধা।

করোনাভাইরাস মহামারির সময় সেন্ট্রাল লন্ডনে গাড়ি নিয়ে প্রবেশ করলে কন্জেনশন চার্জ এবং সময় উভয় বাড়ানো হয়েছিলো। এই নিয়মের ফলে সেন্ট্রাল লন্ডনে গাড়ি নিয়ে যাতায়াতের ছন্দপতন হয়।

সোমবার থেকে সেন্ট্রাল লন্ডনের কন্জেনশন চার্জের পুরাতন নিয়ম ফিরিয়ে আনার ঘোষনা দিয়েছেন লন্ডন মেয়র সাদিক খান। এর আগে কোভিডের মধ্যে এই কনজেনশন চার্জের নিয়মের পরিবর্তন করেছিলো ট্রান্সপোর্ট ফর লন্ডন।

কন্জেনশন চার্জের ফলে লন্ডনের অর্থনীতি অনেক পিছিয়ে পরেছে এই অর্থনীতিকে পুন:রূদ্ধার করার জন্য নতুন নতুন পরিকল্পনা নিতে হচ্ছে। নতুন ঘোষনা অনুযায়ী, আগের নিয়ম অনুযায়ী কনজেনশন চার্জ সোমবার থেকে শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত থাকবে। কিন্তু চার্জ সেই নতুন নিয়মের £১৫ পাউন্ডই থাকবে। অবশ্য কভিডের পূর্বে ছিলো £১২.৫০ পাউন্ড একই সাথে এই কনজেনশন চার্জ ছুটির দিনগুলোর দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত থাকবে।

কন্জেনশন চার্জের সময় ও অর্থ বাড়ানোর কারনে অনেকেই এলাকায় গাড়ি নিয়ে আসতো না। তাই জরুরী প্রয়োজনে যারা সেন্ট্রাল লন্ডনে গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্যই এই নিয়মের পরিবর্তন করা হচ্ছে।

২০২০ সালের জুন মাসের করোনাকালীন সময়ে চার্জ সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চালু করেন। আর এই সময় চার্জ ১২ পাউন্ড ৫০ পেন্সের বদলে বেড়ে হয় ১৫ পাউন্ড করা হয়। যদিও সেই সময় মাত্র ছয় মাসের জন্য নিয়মের পরিবর্তন করার কথা বললেও দুই বছর পর কন্জেনশন চার্জ পূর্বের জায়গায় ফিরে আসছে কিন্তু ফি রয়ে গেলো £১৫ পাউন্ড।

যদিও সময় কমলো প্রতিদিন ৩ঘন্টা এবং ছুটির দিন গুলি সম্পূর্ণ ফ্রি থাকলেও বর্তমানে করা হয়েছে ১২ থেকে ৬টা পর্যন্ত ফি দিতে হবে।

The Congestion Charge is a £15 daily charge if you drive within the Congestion Charge zone 7:00-18:00 Monday-Friday and 12:00-18:00 Sat-Sun and bank holidays. No charge between Christmas Day and New Year’s Day bank Holiday (inclusive).

২০০৩ সালের ১৭ই ফেব্রুয়ারি থেকে সেন্ট্রাল লন্ডনের প্রবেশের জন্য কন্জেনশন চার্জ চালু হয়।


Similar Posts