সিপিএএম এর গালা ডিনার ও এওয়ার্ড অনুস্ঠিত।

গত ২৭শে ডিসেম্ব মে ফেয়ার হলে সিপিএএম এর গালা ডিনার অনুস্ঠিত হয়।
ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজার (সিপিএএম ইউকে) এর আয়োজনে ৭ টি দলের অংশ গ্রহণে ২৪ টি ম্যাচের লড়াই শেষে এ এ চ্যালেঞ্জার্স, কিংস অফ স্পোর্টস কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।গত ২৭শে ডিসেম্বর মঙ্গলবার লন্ডন এর মেফেয়ার ভেন্যুতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিসমাপ্তি হল সিপিএম ইউকের পুরস্কার বিতরণী ও গালা ডিনার।
বিলেতের বিভিন্ন শহর থেকে সিপিএএম ইউকের সদস্য ও স্বনামধন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সিপিএম ইউকের সুযোগ্য সাধারণ সম্পাদক সৈয়দ করিম ছায়েম, সৈয়দ জাফর ও মেঘনা উদ্দীন এর প্রাণবন্ত উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সিপিএএম ইউকে সভাপতি মঞ্জুর উদ্দীন মুর্শেদ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যামডেন মেয়র নাছিম আলী( ও বি ই), ওয়ার্থিং মেয়র হেনা চৌধুরী, সাবেক বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেটার এনামুল হক জুনিয়র, কমিউনিটি ব্যক্তিত্ব দবিরুল ইসলাম চৌধুরী ( ও বি ই ), কমিউনিটি ব্যক্তিত্ব কে.এম আবু তাহের চৌধুরী, কিচেন হাউজ ডিরেক্টর আশরাফ চৌধুরী সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিপিএএমের ইউকের সিনিয়র সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি ৫ টি দল ছিল – ফ্রেন্ডস ইলেভেন, আর আর চ্যালেঞ্জার্স, কার্ডিফ সুপারস্টারস , আর কে চ্যালেঞ্জার্স, বুম্বাস্টিক বুলস। ব্রিটেন প্রবাসী মৌলভীবাজার এর বিভিন্ন এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নেয়। লাইফটাইম অ্যাওয়ার্ড সহ ১০ টি ক্যাটাগরিতে ৬০ টি অ্যাওয়ার্ড দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে মাসুদ আহমেদ কে সংগঠনের প্যাট্রন হিসেবে নির্বাচিত করা হয়। এই জমকালো অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সিপিএএম ইউকে এর ম্যাগাজিনের চতুর্থ সংকলন বিয়ন্ড দ্য বাউন্ডারি পাবলিশ হয়েছে।