সিআইপি পাপলুকে লন্ডনে গণসংবর্ধনা।

ইউকে বসবাসকারী জকিগঞ্জ বাসীর উদ্যোগে- জনাব কমর উদ্দিন চৌধুরী পাপলুকে সংবর্ধনা প্রদান ৷
গত ১১/০২/২০২৪ ইং তাং রবিবার পূর্ব লন্ডনের একটি হলে- জকিগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব কমর উদ্দিন চৌধুরী পাপলু বাংলাদেশ সরকার কতৃর্ক সি আই পি নির্বাচিত হওয়ায়- ইউকে বসবাসকারী জকিগঞ্জ বাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা
আয়োজন করা হয়।
বিশিষ্ট মুরব্বি মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় ৷ হাফিজ আলবাব হোসেনর পবিত্র কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন- কমাটির সদস্য সচিব- শামীম শাহান ৷
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানীত স্পীকার- জনাব জাহেদ আহমদ চৌধুরী ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিবিসিসিআই ইউকের সভাপতি- সাইদুর রহমান রেনু, সাবেক সভাপতি- বশির আহমদ,জি এসি সি ইউকের চেয়ারম্যান- ব্যারিষ্টার আতাউর রহমান,
দারুল হাদিস লতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল- মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, সিলেট সীমান্তিক বি এড কলেজের প্রিন্সিপাল- মোঃ আব্দুর রউফ তাপাদার, বিশিষ্ট ব্যাবসায়ী- মোহাম্মদ গোলাম জিলানী।চ্যানেল এস এর সি ই ও- তাজ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি- মোহাম্মদ জুবায়ের, ডেপুটি স্পীকার- ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ, কাউন্সিলার- কবির আহমদ, সাইদ আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী- সিরাজ হক প্রমূখ ৷
সভায় জকিগঞ্জবাসী, দারুল হাদিস লতিফিয়া ও জগন্নাথপুর বাসীর পক্ষ থেকে- ফুল দিয়ে সংবর্ধিত ব্যাক্তিকে বরণ করে সম্মাননা স্বারক প্রদান করা হয় ৷
সভায় বিশিষ্ট ব্যাবসায়ী, কমিউনিটি ব্যাক্তিবর্গ, রাজনীতিবীদ, সংবর্ধিত ব্যাক্তির পরিবার বর্গ, আত্বীয়, কমিটির সদস্যবৃন্দ সহ জকিগঞ্জের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন ৷ পরিশেষে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি করা হয় ৷