| | |

সংবর্ধনা অনুস্ঠান।


লন্ডন বাংলা প্রেস ক্লাবের

নব নির্বাচিত সহ- সাধারন সম্পাদক

মোঃ রেজাউল করিম মৃধাকে ফুলেল শুভেচ্ছা

গত ৪ঠা ফেব্রুয়ারি ওয়েস্ট ল্ন্ডনের হন্সলো এর শীষ মহল রেস্টুরেন্টে আইজল দীন সেন্টারের পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সহ সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম মৃধাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

আইজল দীন সেন্টারের চেয়ার আবু সাঈদ আনসারীর সভাপতিত্বে ও ট্রেজারার আকবর হোসেন এর পরিচালনা সভায় সকলের উপস্থিতে মোঃ রেজাউল করিম মৃধাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

এই অনুস্ঠানে অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন।

আইয়ুব খান-সাবেক চেয়ার ইস্ট লন্ডন মসজিদ,

দিলওয়ার হোসেন খান-সাবেক ডিরেক্টর এলএমসি,

আসাদুজ্জামান-হেড অফ অপারেশন্স, এলএমসি,

মলিক আলী-ভাইস চেয়ার আইডিসি,

মিজানুর রহমান, সেক্রেটারী আইডিসি,

মুসাদ্দিক আহমদ , মুহাম্মদ আব্দুল মনাফ-সাবেক চেয়ার আইডিসি ও শীশ মহল এর মালিক, নুরুল হক-ম্যানেজমেন্ট মেম্বার আইডিসি,ব্যারিস্টার নাজির আহমদ,ব্যারিস্টার ইসলাম খান-ক্রিমিনাল ব্যারিস্টার,বাবলুল হক, সুয়াব আলী , সুহেল সিরাজী,আব্দুর রহমান সহ আরো অনেকে।

উল্লেখ্য গত ২৮শে জানুয়ারি ২০২৪ ইস্ট ল্ন্ডনের ইমিগ্রেশন হলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বিজিএম ও নির্বাচন অনুস্ঠিত হয়।লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বরদের সরাসরি ভোটে অতি জাঁকজমক পূর্ন নির্বাচনে সহ- সাধারন সম্পাদক (অ্যাসিস্টেন্ট সেক্রেটারি)পদে মোঃ রেজাউল করিম মৃধা নির্বাচিত হন। তিনি চ্যানেল এস এর সিনিয়র রিপের্টার ও এমএএইচ অন লাইন টিভির মৃধা শো এর প্রেজেন্টার।


Similar Posts