লন্ডনে শতাধিক সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের নিয়ে মিডিয়া ট্রেনিং অনুস্ঠিত।

“গত ৮ই আগস্ট ২০২৩ আত্মহত্যা প্রতিরোধে মিডিয়া কর্মীদের ভূমিকা” শীর্ষক এক ট্রেনিং সেশনের আযোজন করে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল গতকাল তাঁদের কাউন্সিল চেম্বারে. টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল, চ্যারিটি সংস্থা সামারিটান, লন্ডন বাংলা প্রেস ক্লাব ও এনএইচএস টাওয়ার হ্যামলেটস্ যৌথ ভাবে আয়োজন করে অনুষ্ঠানটি।
যুক্তরাজ্যে গড়ে ৬,০০০ মানুষ বছরে আত্মহত্যা করে যদি ও যুক্তরাজ্য পৃথিবীর অন্যতম ধনী দেশ. সাধারণত বিভিন্ন কিছু থেকে বঞ্চিত (চাকরি, পরিবারের অবহেলা, দারিদ্রতা) মানুষ হতাশ হয়ে নিজের জীবন নিজে বিলিয়ে দেয়।আশ্চর্যের বিষয় টাওয়ার হ্যামলেটস্ বিলেতের মধ্যে অন্যতম দরিদ্র এলাকা হলে ও এখানে আত্মহত্যার হার পুরো দেশের মধ্যে এমনকি পুরো লন্ডনের মধ্যে কম এ নিয়ে আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির ভাই প্রশ্ন করলে আলোচক বিষয়টি গবেষণার দাবি রাখে বলে উল্লেখ করেন!
আত্মহত্যার মুখরোচক রিপোর্ট কিভাবে অন্য হতাশাগ্রস্তদের কিভাবে আত্মহত্যায় প্ররোচিত করতে পারে, এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন আলোচক-তাই এ রকম ঘটনার বিস্তারিত তুলে ধরতে নিরুৎসারিত করা হয় এবং এসব রিপোর্টের ক্ষেত্রে হতাশাগ্রস্তদের সাহায্য করতে সঠিক জায়গায় যোগাযোগের ঠিকানা ও নম্বর উল্লেখের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।এমনকি আত্মহত্যার পরিচিত জায়গা বিস্তারিত তুলে ধরতে নিরুৎসাহিত করা হয়।কারণ কেস স্টাডি তে দেখা গেছে এক জায়গায় আত্মহত্যার খবর প্রচারের পর একই জায়গায় পর পর আরও অনেকগুলো আত্মহননের ঘটনা ঘটেছে. কারণ এসব খবর হতাশাগ্রস্তদের আত্মহননের সঠিক জায়গা খুঁজে বের করতে সহাযতা করেছে।
প্রায় শতাধিক সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন।অনুষ্টান শেষে সকলের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এই কর্মশালা সাংবাদিকদের সঠিক, বস্তুনিষ্ট ও সহনশীল আত্মহত্যার খবর প্রকাশে সহাযতা করবে।আমাদের প্রেসক্লাব ও কাউন্সিল কে ধন্যবাদ এরকম একটি অনুষ্টান আয়োজন করার জন্য
এবং আর জুবায়ের ভাইকে।