| | |

লন্ডনে মেয়র ফজলুর রহমানকে গনসংবর্ধনা


জননন্দিত মেয়র,জনাব মোঃ ফজলুর রহমানকে মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা।

১০ই মার্চ ২০২৪ই, রবীবার সেন্ট্রেল লন্ডনের সুরমা সেন্টার, ১ রবার্ট স্ট্রিটে, মৌলভীবাজারের কৃতি সন্তান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা,বিশিষ্ট কমিউনিটি নেতা, মৌলভীবাজার পৌরসভার জনো নন্দিত মেয়র জনাব ফজলুর রহমানের সম্মানে,মৌলভীবাজার জেলা বাসীর পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। কানায় কানায় হল ভর্তি সর্বস্তরের মৌলভী বাজার বাসি সংবর্ধনা সময়ে উপস্থিত হন।
বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা সভা যৌথভাবে পরিচালনা করেন আহমদ হাসান,
কাউন্সিলার মুজিবুর রহমান এবং রফিকুল ইসলাম সোহেল।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মান্যবর হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, কেমডেন কাউন্সিলের মেয়র নাজমা রহমান, নিউহাম কাউন্সিলের সিবিক মেয়র রহিমা রহমান, রেড ব্রিজ কাউন্সিলের মেয়র জোসনা ইসলাম, কেমডেন কাউন্সিলের সাবেক মেয়র,কাউন্সিলর নাসিম আলী, ব্র্যেন্ড কাউন্সিলর সাবেক মেয়র পারভেজ আহমেদ, ইজলিংটন কাউন্সিলের সাবেক মেয়র গোলাম জিলানী চৌধুরী জেবু
প্রমূখ।
সংবর্ধিত অতিথি মেয়র ফজলুর রহমান নাগরিক সম্বর্ধনা আয়োজন করার জন্য তিনি প্রবাসী যুক্তরাজ্যবাসিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
মৌলভীবাজার পৌরসভার উন্নয়ন ও সুন্দর শহর নির্মাণ ও উন্নয়নের জন্য প্রবাসীদের ভূমিকার কথা তিনি শ্রদ্ধা সহোকারে স্মরণ করেন। যারা উপস্থিত হন নাই প্রবাসী সকলকে তিনি সালাম ও শ্রদ্ধা জানান এবং উনার জন্য দোয়া করার জন্য অনুরোধ করেন।


Similar Posts