লন্ডনে গুনি দুই ব্যাক্তির গণসংবর্ধনা
কুরুয়া প্রাইমারী এন্ড হাইস্কুল এক্স স্টুডেন্ট কাউন্সিল ইউকে এর আয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজিবী ও সমাজসেবী এডভোকেট মোং মুজিবুল হক সাহেব এবং কুরুয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি জনাব আছাব আলী সাহেব যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক মত বিনিময় সভা গত মঙ্গলবার ইষ্ট লন্ডনের তারা তারী রেস্টুরেন্টে অনুষ্টিত হয় ।উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগটনের সভাপতি জনাব আনহার আলী,মোহাম্মদ আবুল কালামের পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মামুন আহমদ ।উক্ত সভায় প্রদান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কাউন্সিলার সাইফ উদ্দিন খালেদ, স্প্রিকার টাওয়ার হেমলেট কাউন্সিল ।সম্বর্ধতি অতিথি,এডভোকেট মুজিবুল হক ও জনাব আছাব আলী ।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,জনাব আহবাব হুসেন, সাবেক স্প্রিকার টাওয়ারহেমলেট কাউন্সিল ।রসিদ আহমদ সভাপতি প্রবাসী বালাগঞ্জ ওসমানি নগর উপজেলা সমিতি,প্রফেসার মাসুদ আহমদ,ময়নুর রহমান বাবুল,আব্দুর রাজ্জাক,আব্দুল মুনিম ছালিক,COE সেফ অন লাই,
ময়জুল ইসলাম শাজাহান,সাইফুর রহমান,এম খান মানিক মিয়া,বদরুল হুসেন জুনা চৌ: জনাব তেরা মিয়া,আব্দুর শুকুর ,সাইদুল আলম চৌধুরি,তহুর আলী,আব্দুল হক নুনু মিয়া,আজিজুর রহমান কোরবান,কবির আহমদ,আব্দুল হালিম চৌধুরী,প্রমুখ সম্বর্ধিত অতিথিকে ফুল ও কেষ্ট উপহার তুলেদেন কমিটির সকল সদস্য বৃন্দ,সংগটনের বিভিন্ন কার্যক্রমের কতা তুলেদরা হয় এছাড়া ও অতিথি বৃন্দ কেক কেটে সভাপতি সবাইকে ধন্যবাদ ও ডিনানারের মাধ্যেমে সভার সমাপ্তি হয়।