| | |

লন্ডনে অনুস্ঠিত হলো জমজমাট রমাদান ও ঈদ মেলা ২০২৪


গত দুইবছরের সাফল্যের ধারাবাহিকতায় আগামী ৩১ মার্চ রোববার পূর্ব লন্ডনের মে-ফেয়ার ভ্যানুতে আয়োজন অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘রমজান এবং ঈদ মেলা ২০২৪’ । এবারের ঈদ মেলায় ছিল উপচে পড়া ভীড় । দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিতব্য মেলার সমাপ্তি ঘটে ইফতার মাহফিলের মাধ্যমে। মেলায় অংশগ্রহণকারি ৫ শতাধিক মানুষের জন্য ফ্রি ইতফারের আয়োজন করা হয়। মেলাটার আয়োজক ছিলেন ‘নেক মার্ট লিমিটেড’ । এসময় উপস্থিত ছিলেন মেলার আয়োজক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যারিস্টার নিশাত খুশবু, নেক মার্ট লিমিটেডের পরিচালক মোঃ মাসুদ চৌধুরী, ব্যবসায়ী চপল দাসসহ অনেকে ।
এবারের ঈদ মেলায় ইফতার সরবরাহ করেন“মেজবানী”। দিনব্যাপি উৎসবমূখর পরিবেশে চলে ঈদের কেনাকাটা। মেলায় ছি‍ল শাড়ি, সেলোয়ার কামিজ, গয়না, হার্বাল প্রডাক্ট, ইসলামিক পোশাক, সুগন্ধী, খাবার, মেহেদীসহ বিভিন্ন রকমের আয়োজন । এবারের ঈদ মেলার অংশগ্রহনকারী সকল বিক্রেতা, নারী উদ্যোক্তা ,ব্যবসা প্রতিষ্ঠান এবং অনলাইনে গড়ে ওঠা ব্যবসাগুলোর সাথে ক্রেতাদের সাথে মজবুত আস্থার স্থান গড়ে নেয় । মেলায় আগত দর্শনার্থীরাও পরিবার পরিজন নিয়ে ঈদের আগাম উৎসবে মেতে উঠেন।
সব সময় কমিউনিটির মানুষের পাশে থাকায় এবারের মেলায় লন্ডন বাংলা প্রেসকে সন্মাননা ক্রেস্ট দেয়া হয় ।


Similar Posts