|

লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারচ্যুয়াল আলোচনা, এক নাগাড়ে প্রায় চার ঘণ্টা ব্যাপি অনুষ্ঠান ছিলো খুবই প্রাণবন্তক ।


গত ২৮শে মার্চ সন্ধ্যা ৬.৩০ মিনিটে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভারচ্যুয়াল সভা সংগঠনের সভাপতি ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুহাম্মদ জুবায়ের এর পরিচালনায় প্রথমেই সমবেত কন্ঠে জাতীয় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি লন্ডন বাংলা প্রেস ক্লাব , এমদাদুল হক চৌধুরী । প্রধান বক্তা: উদয় শংকর দাস বাংলাদেশের ৫০ বৎসরের সামগ্রীক চিত্র তুলে ধরেন।

সংখ্যেপে বক্তব্য রাখে সিনিয়র সাংবাদিক, সংবাদ পাঠক সৈয়দ আফসার উদ্দিন ।

স্বাধীনতা সংগ্রাম ব্রিটিশ বাংলাদেশীগেপ ভূমিকা এবং বিলেতে বংগবন্ধু ও মাওলানা ভাষানীর রাজনৈতিক কার্যকর্ম তুলে ধরেন গবেষক লেখক ফারুক আহমেদ এর কবিতা পাঠ করেন সিনিয়র সাংবাদিক সংবাদ পাঠক ডাক্তার রেজোয়ানা আনোয়ার।

নামাজের বিরতী

মুক্তি সংগ্রাম এবং মুক্তিযাদ্ধের অভিজ্ঞতা করলে ধরেন

সাংবাদিক আবু মুসা হাসান এর সংগীত পরিবেশন করেন মোস্তফা মিলন।

বিরংগনার জীবনী উপস্থাপন করেন আবৃত্তি শিল্পী মুনিরা পারভীন । মুক্তিযাদ্ধে অভিজ্ঞতা তাজুলে ধরেন সাংবাদিক শেখ মোজাম্মেল হোসেন কামাল, কবিতা আবৃত্তি করেন সিনিয়র সাংবাদিক প্রেজেন্টার মিজবাহ জামাল,

স্বাধীনতা সংগ্রামর গৌরব প্রতাশা এবং প্রাপ্তি তুলে ধরেন মুক্তিযাদ্ধা সুজা মাহমুদ।

কবিতা আবৃত্তি করান রেজাউল করিম মৃধা

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিস্ঠাতা সভাপতি মহিব চৌধুরী,

সংগীত পরিবেশন করেন রুপি আমিন, বক্তব্য রাখেন সাবেক সভাপতি বেলাল আহমেদ,আবৃত্তি করেন নাজমুল হুসাইন, বক্তব্য রাখেন সাবেক সভাপতি নবাব উদ্দিন।

অনুষ্ঠান সমাপনী বক্তব্য রাখেন সংগঠনে সহ সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী।


Similar Posts