রিটেনে ৫০ বৎসরের উর্ধে সকলকে বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানিয়েছ-এনএইচএস।

মো: রেজাউল করিম মৃধা।
ব্রিটেনে ৫০ বৎসরের উর্ধে সকলকে বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানিয়েছে এনএইচএস এবং সরকার। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার ৬ মাস পর থেকে বুস্টার ডোজ বা ভ্যাকসিনের তৃতীয় নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যগত যাদের বেশী সমস্যা এবং ফ্রন্ট লাইন ওয়ার্কারদের প্রাধান্য দেওয়া হবে।
ব্রিটেনের চীপ মেডিক্যাল অফিসার ক্রিস হুইটি ও চীফ সাইন্টিস্ট স্যার প্রেটিক ভালেন্স বলেন,”বুস্টার বা ৩য় ডোজ ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে প্রতিটি মানুষের শরীরে ইমুনিটি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে।করোনার সাথে যুদ্ধ করে করোনাভাইরাস প্রতিহত করে সুস্থ্য ভাবে বেঁচে থাকতে সহযোগিতা করবে। ৫০ বয়সের উর্ধে সবাইকে বুস্টার ডোজ ভ্যাকসিন দিতে হবে,”।
জয়েন্ট কমিটি অফ ভ্যাকসিনেশন এ্যান্ড ইমুনেশন এর পক্ষ থেকে বলা হয়েছে,” তৃতীয় ডোজ ভ্যাকসিন বা বুস্টার ডোজ শুধু করোনাভাইরাস কেই নয় কঠিন রোগ প্রতিরোধেও কাজ করবে। অর্ধাৎ সিরিয়াস ইলনেসকে প্রটেক্ট করবে বুস্টার ডোজ তাই সবাইকে এই বুস্টার ডোজ গ্রহন করতে হবে,”।
ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার ৬ মাস পর থেকে ৫০ এবং এর উর্ধের বয়স এবং রুগীর স্বাস্হ্য এবং কাজের ধরনের উপর নির্ভর করে বুস্টার ডোজ প্রাধান্য পাবে। ধারাবাহিক ভাবে সবাইকেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে হবে।