যে সব হাউজ হোল্ড ডাইরেক্ট ড্যাভিড কার্ডে কাউন্সিল ট্যাক্স পে করেছেন তাদের £১৫০ পাউন্ড ফেরত দিবে কাউন্সল।

মোঃ রেজাউল করিম মৃধা।
আগামী এপ্রিল থেকে ইংল্যান্ডের প্রতিটি বারাব কাউন্সিল, কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি পাচ্ছে। কাউন্সিল টাক্স ক্যাটাগরি এ থেকে ডি ক্যাটাগরিতে ডাইরেক্ট ড্যাভিড কার্ডে পে করেছেন তাদের কে এপ্রিল মাসে £১৫০ ফেরত দিবে কাউন্সল।
এপ্রিল থেকে গ্যাস, ইলেক্ট্রি সিটি, পানির বিল বৃদ্ধি পাবে। সে কারনেই কাউন্সিলের পক্ষ থেকে এপ্রিল মাসে মাসে £১৫০ পাউন্ড ডাইরেক্ট ড্যাভিড কার্ডে পে রিটার্ন দিবে এতে প্রতিটি হাউজ হোল্ড কিছুটা হলেও উপকৃত হবেন।
ডাইরেক্ট ড্যাভিড কার্ডে পেইমেন্ট দিলে তাদের কম সমস্যা হয় এবং কাউন্সিল ও কাউন্সিল ট্যাক্স আদায় করতে সহজ তবে বছর শেষে বিল কম বেশী হলে সই অর্থ ফেরত পাবে অথবা অতিরিক্ত অর্থ জমা দিবে।কিন্তু £১৫০ পাউন্ড কাউন্সিলের পক্ষ থেকে এককালিন গিফ্ট ও বলতে পারেন।
কাউন্সিল তার ট্যাক্স আদায় এবং ফেরত দেওয়ার জন্য নিয়মটা সহজ হলেও অসুবিধা হচ্ছে অনেক হাউজ হোল্ড, বাসার মালিক কিম্বা ভাড়াটিয়া আছেন যাদের ব্যাংক একাউন্ট নেই। আবার অনেকের ব্যাংক একাউন্ট থাকলেও ডাইরেক্ট ড্যাভিড করতে ইচ্ছুক নয়। তাদের ক্ষেত্রে মহা সমস্যার সৃস্টি হচ্ছে।
সূত্রঃ- দি গার্ডিয়ান।