মাত্র ১২৭ টি লরি ড্রাইভারের আবেদন জমা।
হতাশ বৃটিশ সরকার।

মো: রেজাউল করিম মৃধা।
ব্রিটেন জুড়েই চলছে লরি ড্রাইভারদের আবেদনের প্রকৃয়া। সরকার বিভিন্ন আকর্ষনীয় অফার দিয়ে ইউরোপের লরি ড্রাইভার সহ বিশ্ব থেকে লরি ড্রাইভার আনার জন্য সহজ নিয়মে আকর্ষনীয় বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে অতি অল্প সময়ে লরি ড্রাইভার আনার জন্য আবেদন চেয়েছে।
এপর্যন্ত মাত্র ১২৭ জন লরি ড্রাইভার ব্রিটেনে আসার জন্য আবেদন পত্র জমা দিয়েছে।
সরকার ৪৭০০ জন স্বল্প মেয়াদে ফুড লরি ড্রাইভার আনতে যাচ্ছেন।
ব্রিটেনে বর্তমানে ৯০,০০০ এইচজিভি ড্রাইভারের প্রয়োজন ।লরি ড্রাইভারের অভাবে ব্রিটেন জুডে দেখা দিয়েছে খাদ্য সংকট সহ পেট্রোল সংকট। সরকার যদি ও আশা করেছিলে হাজার হাজার লরি ড্রাইভার আবেদন করবে । বাস্তবে তার উল্টো হয়েছে।
সেনাবাহিনীর ১৫০ থেকে ২০০ লরি ড্রাইভার কাজ করছেন। কিন্তু প্রয়োজনের তুলনায় কা অতি নগন্য। লরি ড্রাইভারের অভাব দিন দিন আরো বেড়েছে। সরকার চেস্টা করেও এর কোন সুফল পাচ্ছে না।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,” ৩০০ জন ট্যাংক ড্রাইভার অতি প্রয়োজন। ড্রাইভার সমস্যা শুধু ব্রিটেনে তা নয় বিশ্ব ব্যাপী এর সমস্যা চলছে। সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে। এই সাপ্লাই চেইন ঠিক করতে সরকার কাজ করে যাচ্ছে,”।