| |

ব্রেক্সিটের সেইফটি রুলের সময় সীমা বাড়লো ২০২৩ সাল পর্যন্ত।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রেক্সিটের পর ব্রেক্সিট থেকে ইইউর সাথে বেডিয়ে আসার আইন ধারাবাহিক ভাবে চলছে। কিছু কিছু নিয়ম কার্যকর হলেও কিছু কিছু নিয়ম থেকে বের হতে সময় বাড়ানো হচ্ছে।ব্রেক্সিটের সেইফটি রুল বা আইন বাস্তবায়নের জন্য সময়সীমা বাড়ানো হচ্ছে ২০২৩ ১লা জানুয়ারি পর্যন্ত।

UKCA এর মতে “ব্রেক্সিটের ফলে ইইউরেক ফার্ম গুলি ধ্বংসের দাঁড় প্রান্তে এসে দাঁড়িয়েছে”। এক দিকে ওয়ার্কার সটেজ বা শ্রমিক সংকট অন্য দিকে আইনি বাধ্যবাদকতা এবং বর্তমানে যোগ হয়েছে কভিড-১৯। যার ফলে ইইউকের কৃষি ফার্ম থেকে শুরু করে অন্যান্য ফার্ম গুলি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

দি ডিপার্টমেন্ট ফর বিজনেস, এনার্জি এ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল স্ট্রাটিজ এর বিজনেস লিডারদের মতে সেইফটি রুল শুধু ইউকেই নয় ইইউকে ও সমান ভাবে ক্ষতিগ্রস্ত করছে।এই আইন বাস্তবায়নের জন্য ইউকেসিএ সঠিক ভাবে হাই রেগুলেটরের মাধ্যমে সেইফটি রুল বাস্তবায়ন করতে হবে।

সেইফটি রুল বা আইনের বাস্তবায়ন যদিও ৩০শে জুনের মধ্যে হওয়ার কথা থাকলেও কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারির কারনে নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন করা সম্ভব না হওয়াতে আগামী ২০২৩ সালের ১ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন হতে যাচ্ছে।

UKCA এবং EU’s CE যৌথভাবে প্রতিটি প্রডাক্টস যেমন :- খাদ্যদ্রব্য, ডোমেস্টিক প্রডাক্ট, ইলেক্ট্রিক প্রডাক্ট , মেটাল সহ সকল প্রডাক্টের সেইফটির গুনগতমান নির্ধারণ করতে আইনটি ২০২৩ সালের মধ্যে চুরান্ত করা হবে।


Similar Posts