| |

ব্রিটেনে প্রতিটি কার পার্কে ইলেক্ট্রিক ভিক্যাল চার্চ পয়েন্ট বাধ্যতামূলেক হচ্ছে।


মো: রেজাউল করিম মৃধা।

২০২২ সালের প্রথম থেকে ব্রিটেনের প্রতিটি কার পার্কে ইলেক্ট্রিক ভিক্যাল বা কার চার্চ পয়েন্ট বাধ্যতামূলেক করা হচ্ছে।

কার্বন পরিবেশ দুষনের অন্যতম কারন। কার্বন ও বায়ু দূষন মুক্ত পরিবেশ করতে গড়তে ডিজেল এবং পেট্ট্রোল চালিত গাড়ি নিষিধ হওয়ার প্রকৃয়া চলছে বেশ কয়েক বছর আগ থেকেই তার পাশাপাশি চলছে ইলেক্ট্রক কার। আগামী ২০৩০ সালে ডিজেল এবং পেট্রোল চালিত গাড়ি চলা সম্পূর্ন ভাবে নিষিধ হবে ব্রিটেন জুড়ে।

ইলেক্ট্রিক কার ব্যাবহারে উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেছে। দিয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা। বহু রাস্তায়, কার পার্কে ইলেক্ট্রিক চার্চিং পয়েন্ট থাকলেও প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাই সরকার সিদ্ধান্ত গ্রহন করেছে এখন থেকে প্রতিটি কার পার্কিং এ ইলেক্ট্রিক ভিক্যাল চার্চ পয়েন্ট বাধ্যতামূলেক করছে।

দি ডিপারিটমেন্ট ফর ট্রান্সপোর্ট DFT নির্দেশ প্রতিটি কার পার্ক, শপ, অফিস এবং ফ্যাক্টরির কার পার্কিং এ ইলেক্ট্রিক ভিক্যাল চার্চিং পয়েন্ট থাকতে হবে।

ট্রান্সপোর্ট এ্যান্ড এনভর্নমেন্ট ক্যাম্পেইন গ্রুপের ডিরেক্টর গ্রেচ আর্চ বলেন,” পরিবেশ দূষন মুক্ত করতে এবং কার্বন মুক্ত ব্রিটেন গড়তে এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে।এখন থেকে কোন কমার্শিয়াল বিল্ডিং নির্মান করলে কার পার্কিং থাকতে হবে এবং সেই সাথে ইলেক্ট্রনিক চার্চ পয়েন্ট থাকতে হবে।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, “এখন থেকে ব্রিটেনে নতুন কোন বাড়ি নির্মান এমন কি নতুন করে রিফাব্রিস করলেও নতুন করে পার্কিং এ ব্যাবস্থা করতে হবে।ইলেক্টনিক চার্চ পয়েন্ট থাকতে হবে।গত নভেম্বর মাসেই সিদ্ধান্তে গ্রহন করা হয়েছে আগামী নতুন বছরের শুরু থেকেই এই সিদ্ধান্ত কার্যকর শুরু হবে,”।

তিনি আরো বলেন,”ইলেক্ট্রিক কার ব্যাবহার করে বায়ু দূষন মুক্ত পৃথিবী গড়তে ব্রিটেন হবে পৃথিবীর প্রথম উদাহর.”।


Similar Posts