| | |

বৃটেনের গ্রীন তালিকায় আরো ৭ দেশ। এখনো লাল তালিকায় বাংলাদেশ।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ এ করোনাভাইরাস মহামারি আক্রান্ত এবং মৃত্যুর ভয়াবহতার উপর ভিত্তি করে লাল, আম্বার এবং গ্রীন তিনটি তালিকা করেছে ব্রিটেন। করোনাভাইরাস মহামারি থেকে ব্রিটেনের নাগরিকদের সুরক্ষার জন্য অন্য দেশের যাত্রীদের বৃটেনে প্রবেশের নিয়মনীতি নির্ধারণ করা হয়েছে।

সেই হিসেবে

১/ লাল তালিকার দেশের যাত্রী বৃটেনে প্রবেশ করলে

হোটেল কুরাইন্টাইন।

২/ আম্বার তালিকার দেশের যাত্রীদের বাসায় সেল্ফ আইসোলেশন ।

৩/ গ্রীন তালিকার দেশের যাত্রীদের হোটেল কুরাইন্টেইন অথবা সেল্ফ আইসোলেশন লাগবে না তবে ১০ দিন অতি শতর্কতা অবলম্বন করতে হবে।

৪/ কভিড টেস্ট, PCR টেস্ট , ভ্রমনের পূর্বে করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং ভ্যাকসিনের দুই ডোজ সকল যাত্রীর জন্য সমান ভাবে প্রযোজ্য।

দি জয়েন্ট বিসিকিউরিটি সেন্টার (JBC) এবং

দি ইউকে ফরেন কমনওয়েল্থ এ্যান্ড ডেভেলভমেন্ট অফিস (FCDO) এর যৌথ গবেষনা এবং তথ্য অনুযায়ী

করোনাভাইরাস মহামারি আক্রান্ত এবং মৃত্যুর উপর নির্ভর

লাল, আম্বার এবং গ্রীন দেশের তালিকা নির্ধারণ করা হয়। করোনার প্রভাব বেশী বা কমের উপর নির্ভর করে কখনো গ্রীন থেকে আম্বার আবার আম্বার থেকে লাল তালিকা হয়ে থাকে।

সেই হিসেবে আজ ৩০শে আগস্ট সোমবার থেকে

গ্রীন তালিকায় যোগ হলো :-

১/ফ্রিনল্যান্ড,

২/সুইজারল্যান্ড,

৩/ দি আজোয়াস,

৪/ লাইসেস্টাইন,

৫/ লিথুনিয়া তালিকায় আছে

৬/ কানাডা এবং

৭/ ডেনমার্ক।

প্রথম থেকেই গ্রীন তালিকায় রয়েছে।

৮/ মাল্টা, ৯/ বারবাডোজ এবং ১০/ জার্মান।

কিন্তু বাংলাদেশ এখনো লালা তালিকায় রয়েছে। ভ্যাকসিন কার্যক্রম আরো প্রসারিত হলে এবং করোনার আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রনে এলে লাল থেকে আম্বার আসবে বলে ধারনা করা হচ্ছে।

লাল তালিকা দেশের একজন যাত্রীকে ১০ দিনের হোটেল কুরাইন্টাই বাধ্যতামূলেক এবং এর জন্য দিতে হবে £২২৮৫ পাউন্ড।

১১ বৎসরের উর্ধ বয়সীর জন্য £১৪৩০ এবং ৫ থেকে ১১ বৎসর বয়সীদের জন্য £৩২৫ সেই সাথে ৫ বৎসরের নিচের শিশুরা ফ্রি।

করোনাভাইরাস মহামারির কারনে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ বিছিন্ন করা হয়। বৃটেনে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রনে আসায় ধীরে ধীরে ধারাবাহিক ভাবে আবার যোগাযোগ বা যাত্রীদের যাতায়াত শুরু হয়েছে। সেই সাথে বিশ্বের অনেক দেশেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।করোনাভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রনে এলে আবার সব দেশের সাথে যোগাযোগ সুপ্রশন্ন হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।


Similar Posts