| | | |

বৃটেন থেকে হজ্জ্ব বুকিং শুরু।


ইসলাম ধর্মের ৫টি অন্যতম স্তম্ভের একটি হলো হজ্জ্ব। আপনি প্রাপ্ত বয়স্ক হলে, অর্থনৈতিক স্বচ্ছলতা, শারীরিক সুস্থতা এবং সরকারি কোন বাঁধানিষেধ না থাকলে আপনার জন্য হজ্জ পালন ফরজ বলে গন্য হবে।

প্রতিবছরের মতো এবার ও হজ্জ্বের অনুস্ঠানিকতা শুরু করেছে সৌদি সরকার সেই সাথে কোন দেশের কতজন হাজী হজ্জ করতে যেতে পারবেন তাও নির্ধারিত করে দেওয়া হয়

আজ থেকে শুরু হলো ২০২৪ সালের হজ্জ্ব প্যাকেজ ।৩৬০০ জন হাজীর জন্য বুকিং প্রকৃয়া শুরু হয়েছে। সৌদি সরকার অনুমদিত নুসুক হজ্জ্ব .কম এর ওয়েব সাইডে যেয়ে বুকিং দিবেন । আগে আসলে আগে পাবেন। ভিত্তিতে হজের হুকুম প্রকৃয়া শুরু হয়েছে ॥

এবার বৃটেনের কোন এজ্যেন্সীকে অনুমতি দেওয়া হয় নাই সৌদি সরকার তবে শুধু কয়েকজন গাইড নিয়োগ দেওয়া হয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে আপনাকে বুকিং দিতে হবে ।

প্যাকেট খরচ হবে বিমান টিকেট ছাড়া ৫০০০ পাউন্ড থেকে সাড়ে তের হাজার পাউন্ড পর্যন্ত। এখানে উল্লেখ্য

হোটেলের উপর নির্ভর করে হজ্জ্বের খরচ কম বেশী হয়।


Similar Posts