বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর , সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লন্ডনের আলতাব আলি পার্কে বাংলাদেশের পতাকা উত্তোলন।

মো: রেজাউল করিম মৃধা।
২৬শে মার্চ ২০২১, শত্রুবার সকাল ১১.০০টায় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর , সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লন্ডনের আলতাব আলি পার্কে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশের পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কিমিশনার সাঈদা মুনা তাসলিম, টাওয়ার হ্যামলেটস এর মেয়র জন বিক্স, টাওয়ার হ্যামলেটস এর স্পীকার আহবাব হোসেন, লীড মেম্বার কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিল আবদাল উল্লাহ।
বাংলাদেশের পতাকা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ঐতিহাসিক আলতাব আলি পার্কে উত্তোলন এক ঐতিহাসিক মূহুর্ত বলে অভিহিত করেন হাই কমিশনার বলেন, বাংলাদেশ স্বাধীনতার জন্য ব্রিটিশ বাংলাদেশীদের অনেক অবদান রয়েছে। এছাড়া এই পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন প্রজন্ম এবং সকল প্রবাসীরা এবং সমগ্র ব্রিটেনে অবস্থানরত সবাই বাংলাদেশের ৫০ স্বাধীনতা দিবস সম্পর্কে জানতে পারবে।
পতাকা উত্তোলন পূর্বে বাংলাদেশের স্বরক , বংগবন্ধু উপর লেখা বই এবং বাংলাদেশ ডাইরি হাই কমিশনার সাঈদা মুনা তাসলিম তুলে দেন মেয়র জন বিক্স এবং স্পিকার আহবাব হোসেনের হাতে।