বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদের মতবিনিময় সভায় বিমান বয়কটের আহ্বান।

২মে ২০২৪ইং বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইম্প্রেশন হলে। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ আহবাব হোসেন ও জয়েন্ট সেক্রেটারি জেইন মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান এমপি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য ও বিশেষ অতিথি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহিদা মুন্না তাসনিম। আলোচনায় বক্তারা প্রবাসীদের বিভিন্ন দাবিদয়ে নিয়ে বক্তব্য রাখেন। মাননীয় সংসদ সদস্যদেরকে প্রবাসীদের নিরাপত্তা বিধানে বিমানবন্দরে হয়রানি , বিমানের ভাড়া কমানোর জন্য,ও বিনিয়োগের নিরাপদ পরিবেশের জন্য প্রবাসী মন্ত্রনালয়ের সংসদীয় কমিটিতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিনীত অনুরোধ জানিচ্ছিলেন৷
উপস্থিত বক্তারা হলেন
মইন উদ্দিন আনসার
পারভেজ কুরেশি
মহিবুর রহমান মুহিব
সাজেদুর রহমান ফারুক
জালাল উদ্দিন
অলিউদ্দিন শামীম
কাউন্সিলর ফয়জুর রহমান
মানিকুর রহমান গনি
আব্দুল হালিম চৌধুরী
জয়নাল খান
সামি সানাউল্লাহ
নইমুদ্দিন রিয়াজ
আব্দুল আহাদ চৌধুরী
মারুফ চৌধুরী
ফয়সাল আলম
আহবাব হোসেন
আব্দুল আজিজ চৌধুরী
ম এ মুনিম
আব্দুল বারী
ডাঃ মাসুক আহম্মেদ
নুরুজ্জামান সেলিম
সুফি সোহেল
আবুল মিয়া
মুন কোরেশী
শামীমা মিতা
আলম শেখ
নাজির আলী
আজাদ হোসেন
মজির উদ্দিন
মোবারক আলী
আব্দুল হান্নান
মনোয়ার ক্লাক
আরো অনেক