ট্রাফিক লাইট সিস্টেমে,সামার
হলি ডে যাওয়ার সুযোগ ব্রিটেন বাসীর।

মো: রেজাউল করিম মৃধা।
সামার মানেই হলি ডে, হলি ডে মানেই আনন্দ । অন্যান্য হলি ডের চেয়ে সামারের হলিডে সময় কাল বেশী হওয়াতে সামারের আনন্দে সবাই ছুটি কাটান, অবসর স্থানে যান, ঘুরে বেড়ান দেশ থেকে অন্য দেশে। আবার অন্যান্য দেশের পর্যটকটরাও ছুটে আসেন ব্রিটেনে। ব্রিটেনের পর্যটকরা ছুটে যান ভিন্ন ভিন্ন দেশে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারনে সেই সুযোগ নেই।
সরকারের বিধিনিষেধ্র কারনে ইংল্যান্ড থেকে কেউ বাহিরের দেশে বেড়াতে যেমন পারছেন না ঠিক তেমনই অন্য দেশ থেকেও পর্যটকদের আসা নিষেধ ।
ট্রান্সপোর্ট সেক্রেটারি বলেন সামার হলি ডের জন্য সরকার বিশেষ বিবেচনায় বা প্রস্তুতিতে ট্রাফিক লাইট সিস্টেমে হলি ডে যাওয়ার সুযোগের সৃস্টি করতে যাচ্ছে সরকার।
ট্রাফিক লাইট সিস্টেম:-
১/ গ্রীন :- যাদের ভ্যাকসিন দেওয়া আছে । হলি ডে যাওয়ার পূর্বে করোনা টেস্টে নেগেটিভ সার্টিফিকেট থাকলে তারা গ্রীন সিগনালে পরবেন। তাদের কোন কোরাইনটাইন লাগবে না।
২/ এ্যামবার্গ :- যাদের ভ্যাকসিন দেওয়া নেই কিন্তু করোনা টেস্টে নেগেটিভ তাদের ১০ দিনের সরকারি বা হোটেল কোরাইন্টেইন লাগবে না।তবে নিজ বাসায় অথবা টুরিস্ট স্পটের জন সম্মুখে না গিয়ে নিজেকে নিরাপদে থাকতে হবে।
৩/ রেড বা লাল :- যাদের করোনা টেস্ট পরীক্ষায় পজেটিভ ধরা পরবে তাদের অবশ্যই ১০ দিনের সরকারি কোরাইন্টেনে নির্দিষ্ট হোটেলে থাকতে হবে। সরকারি নিয়ম না পালন করলে তাকে জেল দন্ড অথবা জরিমানা গুনতে হবে।
১৭ই মে সরকারি লক ডাউনের শিথিলের পর থেকে এই নিয়ম কার্যকর করার কথা বিবেচনা করছে সরকার। তবে হলি ডে যাওয়ার পূর্বে সবাইকে সরকারি বিধি নিষেধ বা নিয়ম দেখে যেতে হবে তা না হলে বড় ধরনের জরিমানার সম্মুখিন হতে পারেন।
অবশ্য ইংল্যান্ডে উপযুক্ত কারণ ছাড়াই বিদেশ ভ্রমণের চেষ্টা করা হলে তাদের ৫০০০ পাউন্ড জরিমানা করা হবে এমন আইন এ রয়েছে । তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বলা হচ্ছে হলি ডে বিশেষ বিবেচনার জন্য ট্রাফিক লাইট সিস্টেম চালু হলে অনেকেই ভ্রমনে যেতে পারবেন।
ট্রাফিক সিগনালের মত অনেক দেশ ও রয়েছে রেড সিগনালে বা লাল তালিকায় সেই সব দেশের টুরিস্টদের আসার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করবে সরকার।