| |

টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের স্পিকারের উদ্দ্যোগে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বৎসর উৎযাপিত।


মো: রেজাউল করিম মৃধা

ব্রিটেনের বাঙালি অধ্যুষিত পূর্বলন্ডনের টাওয়ার হেমলেট কাউন্সিলের মাননীয় স্পীকার আহবাব হোসেন এর উদ্যোগে পালিত হলো বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বর্ষ পূর্তি। এর মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি, বহুজাতিক অভিবাসীর নব- প্রজন্মের মানুষেরা জানলো বাংলার হাজার বছরের সাহিত্য, সংস্কৃতির সমৃদ্যতা ও স্বাধীনতার গৌরবজ্জল ইতিহাস।

টাওয়ার হেমলেটের বাঙালী স্পিকার আহবাব হোসেনের আয়োজনে ও কালচ্যারেল লিড মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার এর তত্ত্বাবধানে অনুষ্টিত এ বর্ষপূর্তিতে বাংলাদেশী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এতে কাউন্সিলের মেয়র জন বিগস ও আগত বিভিম্নস্থরের ব্রিটিশ বাংলাদেশীরা এ অনুষ্ঠানের মাধ্যমে নব-প্রজন্মসহ ব্রিটিশ অভিবাসীরা বাংলাদেশের গৌরবজ্জল ইতিহাস জানবে।

মেয়র জন বিক্স সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ সহ সর্ব স্তরের মানুষের উপস্থিতে প্রাণবন্ত হয়ে অনুস্ঠান । অনুস্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বৎসর উপলক্ষে আলোচনা , মুক্তিযাদ্ধের উপর ছায়াছবি প্রদর্শনী , শিশুদের নৃত্য ছিলো অন্যতম আকর্শন।


Similar Posts