টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশনের ঈদ পূর্নমিলন ও নতুন ৫১ সদস্য কমিটি কার্যকরি পরিষদ ঘোষণা।

মো: রেজাউল করিম মৃধা
গত ০৬ জুন ২০২১ইংরেজী রোজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পুর্ব লন্ডনের মাইলেন্ডস্ত ম্যানীজ রেস্টুরেন্টে
টাওয়ার হ্যামলেট বারার সকল কেয়ারারদের উপস্থিতে এক ঈদপুণরমিলনি অনুষ্টান অনুষ্ঠিত হয়।এবং ৫১ সদস্য বিশিস্ট নতুন কার্যকরি পরিষদ ঘোষনা করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি জনাব জগলুল খাঁন এর সভাপতিত্বে ও কেয়ারার লিটন আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তানভীর সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেয়ারার মোঃ জাহিদ মিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কেয়ারার এমডি সফর উদ্দিন,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা জনাব শাহান আহমদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারার প্রবীন কেয়ারার ফজলুর রহমান, শাহ্ বদরুজ্জামান,জাকির হোসেন, নুরুল আলম, প্রমুখ
টাওয়ার হামলেট কেয়ারার এসোসিয়েশন পূর্ব লন্ডনে মানব সেবায় নিয়োজিত একটি পরিচিত নাম।
টাওয়ার হামলেট কেয়ারার এসোসিয়েশন লিমিটেড ইংল্যাণ্ড এবং ওয়েলস কোম্পানী হাউজের বিধিসম্মত একটি নিবন্ধিত সংস্হা । যার নিবন্ধন নং-০৭৭৯১৯১১, কোম্পানী নিবন্ধনের তারিখ ২৯শে সেপ্টেম্বর ২০১১,
টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন এর সংবিধানুযায়ী প্রতি দুবছর অন্তর কমিটি গঠিত হয়ে থাকে।যার ধারাবাহিকতায় এই বৎসর করোনাভাইরাস মহামারিতেও এই সংগঠনের কার্যক্রম অব্যহত রয়েছে।
জিরো আওয়ার কন্ট্রাক সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে এই সংগঠন কেয়ারদের সমস্যা সমাধান সকল সুবিধা নিশ্চিত করতে এই সংগঠন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে। এই করোনাভাইরা মহামারির সময় ও টাওয়ার হ্যামলেটস কেয়ারারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছে।কেয়ারার দের সমস্যা সমাধানে কাউন্সিল এবং এজেন্সি গুলির সাথে যৌথ ভাবে কাজ করে যাবে টাওয়ার হ্যামলেটস কেয়ার এসোসিয়েশন।