গ্লোবাল পাওয়ার এওয়ার্ডস ২০২৫ এর লন্চিং প্রোগ্রাম অনুস্ঠিত।

যুক্তরাজ্যে “গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস ইউকে লিমিটেড” এর শুভ সূচনা অনুষ্ঠিত
লন্ডন, ৩০ জুন ২০২৫:
লন্ডনের ড্যাগেনহামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে “গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস ইউকে লিমিটেড”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ৩০ জুন সন্ধ্যা ৭টায় মিরাভালে ইভেন্টস অ্যান্ড ক্যাটারিং-এ এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক শামসুজ জামান শামন। তাঁরা অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানান এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন।
“গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস ইউকে” মূলত আন্তর্জাতিক পর্যায়ে সমাজ, সংস্কৃতি, ব্যবসা, প্রযুক্তি, এবং মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে কাজ করবে। নতুন এই সংস্থা প্রবাসী কমিউনিটির মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন এবং একটি সফল সূচনা উদযাপন করেন।