|

গুডলর্ড কম্পানির শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে প্রতিবাদ সভা।


২৬শে মার্চ ২০২১ সকাল ১০.০০থেকে ১২.০০ পর্যন্ত ইস্ট লন্ডনের ব্রিক লেইনে পাশে হ্যানেজ স্ট্রিটে অবস্থিত গুডলর্ড কম্পানি থেকে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কম্পানির সামনে শ্রমিকরা প্রতিবাদ করে।

করোনাভাইরাস মহামারির প্রথম লক ডাউনের সময় থেকে শ্রমিকরা বাসা থেকেই কাজ করে আসছিলো। তবে কাজের পর নূ্ন্যতম বেতন ঘন্টায় £১০.৮৫ দিতে অস্বীকার করে। সেই সাথে কম্পানির দুই জন মালিক এবং সিইও ইউলিয়ম রেভে এবং টম মান্ডি শ্রমিকদের কোন কথাই শুনতে রাজি নয়। নতুন কন্ট্রাক করার কথা বলে শ্রমিকদের সাথে দূর্ব্যাবহার সহ সরারসরি বলেন। “কাজ করলে করো না করলে চলে যেতে পারো”।

নিজেদের মধ্যে সমঝতায় আসতে না পেরে শ্রমিকরা ইউনাইটেড ইউনিয়নের স্মরনাপন্য হয় এবং ২৬ মার্চ কম্পানির সামনে প্রতিবাদ সভার আয়োজন করে। এ সময় আন্দোলনরত শ্রমিকরা বলেন,” আমাদের ন্যায্য দাবী মানতে হবে না হলে আন্দোলন চলবে,”।

দীর্ঘদিন ধরে কাজ করে আসা শ্রমিকরা বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবী করেন আন্দোলনরত শ্রমিকরা


Similar Posts