| |

করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া ব্রিটেনে প্রবেশ নিষধ।


মো: রেজাউল করিম মৃধা ।

কভিড-১৯ বা করোনাভাইরস মহামারির আতংক এখন পুরো ব্রিটেন জুড়েই।করোনাভাইরস মহামারি কোনভাবেই নিয়ন্ত্রনে আসছে না। করোনাভাইরসের আক্রমন দিন দিন বেড়েই চলছে। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে শত শত মানুষ। এজন্য গত সোমবার থেকে ৬ সপ্তাহের জন্য তৃতীয় বারের মত লক ডাউন ঘোষনা করা হয়।

করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) সর্বোচ্চ আক্রান্ত ৬২,৩২২ জন, মৃত্যু ১০৪১ জনের।মৃত্যর মিছিল দেখে স্তব্দ পুরো ব্রিটেন। করোনা সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার।এনএইচএস করে যাচ্ছে প্রাণপণ চেস্টা। শতর্কতা অবলম্বন এবং সরকারের গাইড লাইন ফলো করতে হবে আমাদের সবার।

করোনাভাইরস মহামারির নিয়ন্ত্রনে আরো কঠোর হয়েছে সরকার। পৃথিবীর যেকোন মানুষ ব্রিটেনে প্রবেশ করতে হলে করোনার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলেক।

যে পথই আসেন

১/ আকাশ পথে,

২/ নৌ পথে,

৩/ সড়ক পথে

আপনাকে অবশ্যই করোনাভাইরস নেগেটিভ সার্টিফিকেট সাথে থাকতে হবে।করোনার নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকেই ব্রিটেনে প্রবেশের অনুমতি দিবেনা সরকার।যেভাবে করোনা ছড়াচ্ছে এই ভাবে কঠোর না হলে আরো বড় ধরনের সমস্যা হতে পারে তাই সরকার এমন কঠিন অবস্থানে রয়েছে।

প্রতিটি এয়ারপোর্ট , প্রতিটি বর্ডার, প্রতিটি নৌ বন্দর সহ যে সব স্থান দিয়ে ব্রিটেনে প্রবেশ করতে হয়। সব খানেই করোনার নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে তারপর ব্রিটেনে প্রবেশ করতে পারবেন। এয়ারপোর্ট গুলি এই নিয়ম পালনে সহজ হলেও সড়ক পথে বেশ কস্টকর হচ্ছে।প্রতিটি গাড়ী চেক করে করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।তবে অনেক লরি ড্রাইভার এই সব তুয়াক্কা করছেন না।আর নৌপথে আরো বেশী সমস্যা কেননা এই যাত্রীরা বেশ কিছুদিন পূর্বে যাত্রা শুরু করেছেন।কিন্তু করোনার সার্টিফিকেট লাগবে হাল নাগাদ।

দি ডিপার্টমেন্ট ফর ট্রাস্পোর্ট( DFT) এর মুখপাত্র বলেছেন, কভিড যেন কোন ভাবেই ছড়াতে না পারে সে জন্য শতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সবাইকেই এই নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে’”।

আইন অমান্যকারিকে অবশ্য জরিমানা সহ অইনগত সকল ব্যাবস্থা গ্রহন করা হবে।


Similar Posts