করোনা এবং আমার যাপিত জীবন। (পর্ব-৬)

corona diary

এবার আসি,
১০০ বছরের ইতিহাসের স্বাক্ষী, ১০০ বছর বয়সী দবিরুল ইসলাম চৌধুরী।ওবিই
যিনি এখন বিশ্বের সবার কাছে এক পরিচিত নাম। করোনাভাইরস মহামারিতে চ্যানেল এস এর রমাদান ফ্যানিলি কমিটম্যান RFC
২৬ টি চ্যারিটি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ শুরু করেন। প্রথম টার্গেট ছিল মাত্র £ ১০০০ পাউন্ড। আমি এবং চ্যানেল এস এর চীফ রিপোর্ট মোহাম্মদ জুবায়ের ভাই নিউজ করার পর চ্যারেটির পরিমান বাড়তে শুরু করে।যাস্ট গিভিং পেইজে চ্যারেটির দান দিন কে দিন বাড়তে শুরু করে আমাদের নিউজ সকল মিডিয়ায় টনক নড়ে। ব্রিটেনের সকল মিডিয়া দবিরুল ইসলাম চৌধুরীর মহা উদ্দোগের কথা বিশ্ব ব্যাপী ছড়িয়ে পরে। রমজানে রোজা রেখে শত বয়সী দবিরুল হাঁটবেন। কভিন১৯ সহযোগিতার জন্য। সেই এক হাজার পাউন্ডের টার্গেট আজ দুইশত তিরিশ হাজার পাউন্ড ছাড়িয়ে গেছে।
দবিরুল ইসলাম চৌধুরী ১০০ শত বছর বয়স।
বৃটিশ বাংলাদেশী সিলেটীর এক জন।
বিলেতে সিলেটী বাংলাদেশীদের গর্ব ।চ্যারিটির জন্য ২০০হাজার পাউন্ড + ফান্ডরেইজ করে ফেলেছেন।সকল জাতীয় পত্রিকা এবং বিবিসি,বিবিসি ল্ন্ডন আইটিভি চেনেল 4 চেনেল 5 আল জাজিরা সহ অনেক চেনেল নিউজ করেছে।আমরা জনাব দবিরুল ইসলাম চৌধুরীর জন্য দোয়া করি আল্লাহ তা’লা যেন উনাকে সুস্হ রাখেন ও নেক হায়াত দান করেন ।।
শত প্রতিকূলতার মাঝে যখন একটু সফলতা আসে তখন সেই কস্ট ভুলে গিয়ে আনন্দ নেমে আসে। দবিরুল ইসলাম চৌধুরীকে নিয়ে ধারাবাহিক ভাবে অনেক নিউজ করেছি। অনেক কে নিউজ করার জন্য সহযোগিতা করেছি।
শত বর্ষ বয়সী দবিরু চৌধুরী । তার চ্যারিটি কাজের স্বীকৃতি স্বরুপ পেয়েছে বৃটেনের রানী কর্তীক ওবিই খেতাব। সেই সাথে পেয়েছেন আরো আরো দুইজন ওবিই এবং আরো পাঁচ জন এমবিই। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ।


Similar Posts