| |

কভিড-১৯ এর কারনে ইংল্যান্ডের ইউনিভার্সিটি গুলিতে স্টুডেন্ট ফি ৩০% ডিস্কাউন্ট।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ বা করোনাভাইরাস এর কারনে ইংল্যান্ডের ইউনিভার্সিটি গুলিতে স্টুডেন্ট ফি শতকরা ৩০% ডিস্কাউন্ড করার ঘোষনা দিয়েছে ব্রিটেনের এডুকেশন মন্ত্রনালয় ।এডুকেশন ডিপার্টমেন্ট সরাসরি £২৭০০ পাউন্ড করে ডিস্কাউন্ডের ঘোষনা দেয়। সেই সাথে এখন থেকে স্টুডেন্টদের রেজিস্ট্রেশনের জন্য ফ্রি করা হয়েছে।

গ্রাজুয়েশনের পর ওভারেজ বাৎসরিক £২৯৮০০ ইনকাম হলে বেতন থেকে একটি অংশ নিবে সরকার কিন্তু এর কম বেতনে কাজ করলে লোন পরিশোধ করতে হবেনা।

করোনাভাইরাস মহামারির কারনে স্ডুডেন্টরা এখনো ক্যাম্পাসে যাচ্ছে না বেশীর ভাগ অন লাইনে পড়া শুনা হচ্ছে। তাই এল এস ই স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারী ডেভিড গর্ডন বলেন,” স্টুডেন্টরা ক্যাম্পাসে এসে ক্লাস করতে না পারার মধ্য রয়েছে এক দু:খ বেদনা এবং সরাসরি পড়াশুনা না করাতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

ব্রিটেনের ১৭টি ইউনিভার্সিটির ইউনিয়ন লিডাররা এক সাথে ইউনিভার্সিটি খোলা এবং টিউশন ফি কমানোর প্রস্তাব দেওয়া হয়।এর মধ্যে অন্যতম এল এস ই, ইউ সি এল, কিংস কলেজ এ্যান্ড কুইনম্যারি ইউনিভার্সিটি ইন লন্ডন, কুইন ইউনিভার্সিটি অফ বেলফাস্ট, ইউনিভার্সিটি এক্সাটার, এডিনবার্গ, লিভারপুল, লিড্স, ইয়রক,গ্লাস্গো , ডারহ্যাম ম্যানচেস্টার, কার্ডিভ, শেফিল্ড এবং ব্রিস্টল।

শতকরা ৩০% টিউশন ফি কমানোর সিদ্ধান্ত নিলেও সরকারের £৭৬০ মিলিয়ন পাউন্ডের ঘাটতি রয়েছে।


Similar Posts