এ্যাসাইলাম প্রার্থীরা কাজের সুযোগ দেওয়া হতে পারে বৃটেনে।

মো: রেজাউল করিম মৃধা।
জাস্টিজ সেক্রেটারি ডমিনিক রাব বলেন,” আমাদের চিন্তাকে প্রসারিত করতে হবে।আমরা এসাইলাম প্রার্থীদের পজেটিভ ভাবে দেখতে পারি।এদেরকে ডিটেনশন সেন্টার বন্ধি না রেখে কাজের সুযোগ দিলে এক দিকে তাদের কর্ম সংস্থান হবে অন্য দিকে ব্রিটেনে শ্রমিক সংকট নিরসন হবে,”।
বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা এই সকল এ্যাসাইলাম প্রার্থীদের কাজের সুযোগ দেওয়া সময়ের ব্যাপার মাত্র।
৭০,০০০ এ্যাসাইলম প্রাথী রয়েছে ব্রিটেনে। এর মধ্য শতকরা ৭৩% এ্যাসাইলাম প্রার্থীর আবেদন বা কেস হোম অফিসের ডিসিশনের মধ্যে আছে। অনেকেই বছরের পর বছর হোম অফিসের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।হোম অফিসের তালিকায় ৭০ হাজার এ্যাসাইলাম থাকলেও এর সংখ্যা আরো বেশী হতে পারে। এই এ্যাসাইলাম প্রার্থীদের আইনের মাধ্যমেই কাজের সুযোগের সৃস্টি করতে হবে।
হোম অফিস ডমিনিক রাব এর প্রস্তাবকে কমনসেন্স ব্যাপার বলে উল্লেখ করে বলেন,”আত্বঘাতি কোন সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিচারধীন কাউকে কাজের সুযোগ দিলে সেটা উপকারের চেয়ে ক্ষতিই বেশী হবে। কোন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সঠিক ভাবে পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নিতে হবে,”।
সূত্র:- দি গার্ডিয়ান।