| | |

ঋষি সুনাক এবং লিজ ট্রাসের পলিসি ও প্রতিশ্রুতির পার্থ্যক্যই নির্ধারণ করবে পরবর্তী প্রধানমন্ত্রী।


মোঃ রেজাউল করিম মৃধা।

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় এখন ঋষি সুনাক এবং লিজ ট্রাস।পার্লামেন্টের এমপিদের ভোটে সবচেয়ে বেশী ভোট পেয়ে দুইজন নির্বাচিত হয়েছেন এখন কন্জার্ভেটিভ মেম্বারগণ ভোট দিয়ে একজন কে নির্বাচত করবেন তিনিই হবেন আগামীদিনের বৃটেনের টরি দলের লিডার এবং পরবর্তী প্রধানমন্ত্রী।

সেজন্য সেপ্টম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে চলছে দুই প্রার্থী কে নিয়ে চুলচেরা বিশ্লেষন।চলছে মিডিয়ায় তাদের ডিবেট , পলিসি এবং প্রতিশ্রুতি। এই পলিসি মেম্বাররা গ্রহন করে তাদের সুনিশ্চিতিত মতামত দিবেন।

পলিসি গুলির মধ্যে অন্যতম হচ্ছেঃ-

১/ ইকোনেমি

২/ ক্লাইমেট চেন্জ

৩/ এডুকেশন

৪/ হোম এফিয়ার্স

৫/ লিভিং আপ

৬/ দি এনএইচএস

৭/ ব্রেক্সিট

৮/ ইমিগ্রেশন

৯/ মিডিয়া

১০/ ফরেন পলিসি

১১/ ক্রাইম নিয়ন্ত্রন

১২/ হাউজিং

১৩/ বিবিধ

এই পলিসি গুলির মধ্যে অনেক গুলির সাথে মিল এবং অমিল থাকলেও ইমিগ্রেশনের ক্ষেত্রে দুজনেরই রয়েছে কঠোরতা। বিশ্লেষকরা মনে করেন ইমিগ্রেশন পলিসির উপর ভর করেই ক্ষমতায় আসতে চান তারা।


Similar Posts