ইস্ট লন্ডনের সর্ব বৃহৎ ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে আগুন, ৫ ঘন্টা বন্ধ থাকার পর পূন:রায় চালু।

মো: রেজাউল করিম মৃধা।
গতকাল ইস্ট লন্ডনের সর্ব বৃহৎ ওয়েস্টফিল্ডের একটি দোকানের ভেতরে আগুন লাগার কারণে পূর্ব লন্ডনের ওয়েস্টফিল্ড শপিং সেন্টার বন্ধ হয়ে যায়। প্রায় ৫ ঘন্টা পর্যন্ত বন্ধ ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্ট্র্যাটফোর্ডের শপিং সেন্টারের কনসোর্সটি “ধোঁয়ায় ভরা” কারণ কেন্দ্রটি ১০ টা এর পরেই খালি করা হয়েছিল।
প্রথম তলায় একটি দোকানের মধ্যে আগুন লাগলে প্রায় ১১.৪৫ টায় নিয়ন্ত্রণে আনা হয়।
কেন্দ্রটি কর্মচারী এবং ক্রেতাদের জন্য পাঁচ ঘন্টার জন্য বন্ধ ছিল কিন্তু তারপর থেকে আবার চালু হয়েছে। কর্তারা বলেছেন, গাড়ি পার্কিং ব্যবহারকারীদের সকালের জন্য চার্জ করা হবে না।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, এক পর্যায়ে ঘটনাস্থলে প্রায় ৬০ জন দমকলকর্মী ছিলেন।দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে আনে। এর পর স্বাভাবিক ভাবে আবার শপিং সেন্টার খোলা হয়েছে।