| | |

ইসহাক পুর ডেভেলাপমেন্ট ট্রাস্টের নব নির্বাচিত কমিটি ।


গত ৩রা ডিসেম্বর ২০২৩ইং রোজ রবিবার ইষ্ট লণ্ডনের বারাকা রেস্টুরেন্টে ইসহাক পুর ডেভেলাপমেণ্ট ট্টাস্টের নির্বাচন এবং বি জি এম অনুস্টিত হয়েছে।
ট্টাস্টের সভাপতি আলহাজ মুহিত মিয়ার সভাপতিত্বে এবং আলমগির হোসেন এর পরিচালনায়,বিগত দুই বছরের আর্থিক রিপট পেশ করেন কোষাদক্ষ আছাব উদ্দিন আহমদ।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন,বদর সামছ উদ্দিন।
সাধারণ সম্পাদক হয়েছেন,তকদ্দুছ আলী। এবং কোষাদক্ষ নির্বাচিত হয়েছেন,আব্দুল মছব্বির।
নির্বাচনে কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন,মামুনুর রশিদ
এম বি ই, সহ যোগি কমিশনার ছিলেন, কাউন্সিলার বদরুল চৌধরী। ছলিচিটার কাহার চৌধরী। অথিতি ছিলেন,আংগুর আলী।মুজিবুর রহমান। শফিউল আলম বাবু। ইকবাল এম হোসেন।
আব্দুল হালিম। জামাল উদ্দিন সহ অনেকেই।
ইসহাক পুর ডেভেলাপমেণ্ট ট্টাস্ট
ইউ কে আত্ব মানবতার সেবায় কাজ করে। তারই দ্বারাবাহিকতায় গ্রাম এর উন্নয়ন কল্পে শীত বস্ত বিতরন, নগদ অর্থ বিতরন,
টিবউয়েল বিতরন, স্টিট লাইট স্তাপন, সেলাই মেসিন বিতরন সহ
অসংখ্য কাজ করে যাচ্ছে।
সাধারন সভায় বক্তব্য রাখেন,
মাসুক উল্লা (নানু) শিশু মিয়া,
আনসার আহমদ। কয়েছ শিকদার, কামাল হোসেন সহ
আরও অনেকেই।


Similar Posts