| | |

ইন্ডিয়া ভাইরেন্ট প্রকট বৃদ্ধি,
ব্রিটেনের ৮টি ঝুঁকিপূর্ন এলাকায় গেদারিং নিষধ।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রিটেনে করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রে এলেও কিছুইতেই পিছু ছাড়ছে না একের পর এক আঘাত হানতে শুরু করেছে। চায়না ভাইরাস থেকে শুরু করে বর্তমানে ইন্ডিয়ান ভাইরাস। তবে ভ্যাকসিন দেওয়ার ফলে ভাইরাস প্রতিরোধক হিসেবে বেশ কার্যকর ফল পাওয়া যায়। তারপরও সাবধানতা অবল্মনই হচ্ছে সব চেয়ে বড়।

ব্রিটেনে এখন করোনা নিয়ন্ত্রনে তার পর ও ৮টি এলাকায় বাসার ভিতরে আত্বীয় স্বজন নিয়ে গেদারিং এবং বাইরে ও বড় ধরনের গেদারিং বা গণজমায়েত না হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

ব্রিটেনে ইন্ডিয়ান ভাইরান্টের ঝুঁকি পূর্ণ এলাকার মধ্যে সবার শীর্ষে ভল্টন এরপর ব্লাকবর্ন এছাড়াও রয়েছে কিরকলেস, ব্যাডফোর্ড, বার্নলে, লেইস্টার, হন্সলো এবং নর্থ ট্যাইনে সাইড।

এই সব এলাকার লোকদের যথা সম্ভব নিজ নিজ ঘরে থাকতে বলা হচ্ছে। সেই সাথে গেদারিং না করে এবং যত সম্ভব সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

এই এলাকা গুলি যদি করোনায় আক্রান্তে সংখ্যা বৃদ্ধি পেয়ে যদিও লক ডাউন দেওয়া হবে না তবে সবাইকে আরো শতর্কতা অবলম্বন করতে হবে।

২০শে মে থেকে গত এক সপ্তাহে বল্টন এলাকায় প্রতি ১ লাখে ৪শ ৫১ জন করোনা রোগি শনাক্ত হয়। যা পুরো ইংল্যান্ডের মধ্যে সর্বোচ্চ।

যে সব এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমন আশংকাজনক হারে বাড়ছে। এরকম অন্তত ৮ টি বারায় ঘরোয়া অনুষ্ঠানে ভিন্ন পরিবারের সদস্যদের জমায়েত না হওয়ার পরামর্শ দিয়েছে ব্রিটেনের হেলথ ডিপার্টমেন্ট। এছাড়া সংক্রমিত এলাকাগুলি থেকে বাইরে না যেতে বা বাইরের এলাকা থেকে সংক্রমিত এলাকায় ভ্রমন না করতেও পরামর্শ দেওয়া হয়েছে।


Similar Posts