ইংল্যান্ডের প্লেমাউথ সমুদ্র বন্দরে,£১৬০ মিলিয়ন পাউন্ডের কোকাইন সহ ৬ জন আটক।
মো: রেজাউল করিম মৃধা।
গত বৃহস্পতিবার ইংল্যান্ডের প্লেমাউথ সমদ্র বন্দর থেকে প্রায় ২ টন কোকাইন যার বাজার মূল্য আনুমানিক £১৬০ মিলিয়ন পাউন্ড। সেই সাথে স্টকটন অন টিস এর একজন ব্রিটিশ নাগরিক সহ ৫ জন নাইজেরিয়ান মোট ৬ জনকে আটক করেছে পোস্টগার্ড পুলিশ।
দি ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA ডেপুটি ডিরেক্টর ম্যাথ হরেন বলেন,” এই ড্রাগ বিক্রীর সাথে শুধু এই ৬ জনই নয় আরো অনেকে জড়িত রয়েছেন। সেই সাথে শুধু সমুদ্র বন্দরে নয় সমগ্র ইংল্যান্ড জুড়েই বহু লোক জড়িত রয়েছে। তাদেরকেও আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করতে হবে,”।
অপেরাশন ক্রাইম গ্রুপ OCG এর তথ্যমতে এই অপরাধ জগতের ড্রাগ বিক্রী শুরু হয় জামাইকা ও ক্যারাবিয়ানের ৮০ মাইল দূর ড্যাভন থেকে। সমুদ্র পথে এই ড্রাগ বহন করা অনেকটা সহজ রাস্তা বলে মনে করা হলেও বর্তমানে এই বিশাল চালান ধরা পড়ায় নতুন চান্চল্যের সৃস্টি হয়েছে।
বৃটিশ সরকার কোকাইন সহ সব ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রীর ক্ষেত্রে আরো কঠোর ভূমিকা গ্রহন করছেন। নেশাগ্রস্থদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রয়েছে নানা ধরনের উদ্দ্যোগ।