আল হেরা জামে মসজিদ নির্মাণে মুক্ত হস্তে দান করুন ।
আইলকুন্ডি আল হেরা জামে মসজিদের চ্যারিটি ফান্ডরাইজিং অনুস্ঠিত।
গত মংগলবার ৫ই মার্চ ২০২৪ ইস্ট ল্ন্ডনের রোমফোর্ড রোডের আইয়ান রেস্টুরেন্টে বাংলাদেশের প্রত্যান্ত অন্চল মানিকগন্জ জেলার হরিরাম পুর উপজেলার ধূলশুরা ইউনিয়নের আইলকুন্ডি গ্রামের “আইলকুন্ডি আল হেরা জামে মসজিদ নির্মাণের জন্য এক চ্যারেটি ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হয়।
নিজ গ্রামের পুরাতন জীর্ন টিন সেটের মসজিদটি বিল্ডিং আকারে নির্মাণ করার উদ্দোগ গ্রহন করেন চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম মৃধা।
এই চ্যারিটি ফান্ডরাইজিং অনুস্ঠানে বিপুল সংখ্যক দানশীল ব্যাক্তি উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে মসজিদ টি নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রদান করে প্রায় ৯ লক্ষ বাংলাদেশী টাকা প্রতিশ্রুতি দেওয়া হয়। রমাদান মাসের মধ্যেই এই অর্থ বাংলাদেশ মসজিদের একাউন্টে জমা হবে এবং রমাদান শেষে মসজিদের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে মসজিদটি নির্মাণে আরো প্রচুর অর্থের প্রয়োজন। এই জন্য দানশীল ব্যাক্তিদের মসজিদটুর সহযোগিতা করার আকুল আবেদন জানানো হচ্ছে।
সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধার পরিচালনায় ফান্ডরাইজিম ডিনারে বক্তব্য রাখেন- নিউহ্যাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলার রহিমা রহমান, চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী, বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট সাহগির বক্ত ফারুক, সাবেক মেয়র কাউনিসিলার ফারুক আহমেদ চৌধুরী, কাউন্সিলার লিলু আহমেদ তালুকদার, সাবেক স্পিকার আহবাব হোসেন,সাংবাদিক এম এ মুনিম জাহেদী ক্যারোল,কমিউনিটি নেতা শাহ আলম হাবীব, সমাজ সেবক মোঃ আব্দুল মুহিত চৌধুরী, সাংবাদিক এনাম চৌধুরী, এলবি ২৪ এর চীফ রিপের্টার জুবায়ের আহমেদ, শহীদ সন্তান আকবর হোসাইন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার পলি রহমান, সাজিদ বিন শওকত, রায়হানা সাদিয়া মৃধা, সাফায়েত হোসেন, মোছাম্মত জিনাত আরা জায়েদ সৈয়দ ইশরাক আহমেদ, সমাজ সেবক ডঃ সৈয়দ মাসুক, কমিউনিটি এক্টিভিস্ট মতিউর রহমান (খোকন), মাওলানা মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক শামসুল তালুকদার, মাওলানা কারী শেইখ আহমেদ হাসান, মাওলানা গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা জামাল আহমেদ খান, সমাজ সেবক আব্দুল বাসির, সাংবাদিক লেখক হাসনাত আরিয়ান খান, সাংবাদিক মুন্না মিয়া, ব্যাবসায় শহীদ মল্লিক, বাদশাহ মিয়া , অররা মৃধা সহ আরো অনেকে।
এই ফান্ডরাইজিং ডিনার ছাড়া ও অনুস্ঠানটিকে সফল করার জন্য যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আয়োজনদের পক্ষ