আজ ১৭ই মে থেকে শিথিল হচ্ছে লক ডাউন।
খুলবে হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা, মিউজিয়াম এবং
এক বাসা থেকে অন্য বাসায় যাওয়ার অনুমতি।
মো: রেজাউল করিম মৃধা।
কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারি থেকে বেঁচে থাকার জন্য এবং জনসাধারনকে সুরক্ষার জন্য ব্রিটেন জুড়ে এখনো চলছে লক ডাউন। তবে ভ্যাকসিন দেওয়া এবং জনসাধারনের স্বচেতনতা ও সরকারের বিধিনিষেধ পালনের মধ্য দিয়ে করোনাভাইরাস নিয়ন্তনে আসে । সরকার সব দিক বিবেচনা করে ধাপে ধাপে লক ডাউন তুলে নেওয়ার ঘোষনা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
সেই ঘোষনা অনুযায়ী ১৭ই এপ্রিল থেকে লক ডাউনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে থাকছে।
১/ হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা, মিউজিয়াম খুলবে।
২/ আউট ডোরে এবং ইন্ডোরে ৬জন সেই সাথে এক বাসা থেকে অন্য বাসায় দুই পরিবার দেখা করা সহ আরো সহজ করা হবে।এমনকি আত্বীয়ের বাড়াতে রাত্রী যাপন করতে পারবেন। সেই সাথে ছয়জনের বিধিটি ইনডোর মিলনের জন্য এখনও কার্যকর থাকবে, যদিও দু’টি পরিবারের একসাথে মিশ্রিত না হলে ছয় জনেরও বেশি লোক ভিতরে মিলিত হতে পারে। একে অপরের বাড়িতে রাতে থাকার অনুমতি দেওয়া হবে। একইভাবে, পাব এবং রেস্তোঁরাাসহ ইনডোর আতিথেয়তা স্থানগুলি অতিথিদের স্বাগত জানাতে এবং একটি টেবিলে ছয় জনের শেয়ার করে বসার অনুমতি দেওয়া হবে ।
৩/ হলে বা হোটেলে সামাজিক দুরুত্ব বজায় রেখে পার্টির আয়োজন করতে পারবেন।
এছাড়া প্রথম ধাপে ছিলো:-
১/ ৮ই মার্চ স্কুল সহ শিক্ষা প্রতিস্ঠান খুলা হয়েছে।
সেই সাথে আফটার স্কুল স্পোর্টস এবং রিক্রেশনের ব্যাবস্থা ও খোলা আছে।
২/ পার্কে , কফি শপে দুইজন এক সাথে মিলিত হতে পারবেন। গল্প করতে পারবেন।সময় কাটাতে বা মিটিং করতে পারবেন।
৩/ ২৯শে মার্চ থেকে দুই পরিবার দেখা করতে পারবেন। একে অন্য বাসায় যেতে পারছেন।
৪/ ২৯ শে মার্চ থেকে ৬ জন এক সাথে মিলিত হতে পারবেন, ৬ জনের ,গ্রুপ মিটিং করতে পারবেন। ৬ জনের দল পিকনিক করতে পারছেন।
৫/ ২৯শে মার্চ থেকে এক শহরের লোক অন্য শহরে যেতে পারছেন বা অন্য অন্চলে যাতায়াত করতে পারছেন।
দ্বিতীয় ধাপে ছিলো :-
১/ ১২ই এপ্রিল ২০২১ নন এসেন্সিয়াল শপ খোলে দেওয়া হয়েছে।
২/ হেয়ার ড্রেসার , বারবার শপ, লাইব্রেরি খোলা হবে।
৩/ বাসার গার্ডেনে বা বাসার আজ্ঞিনায় অন্য পরিবারের সাথে দেখা করতে পারছেন।
৪/ লেইজি সেন্টার, জিম, সুইমিং খুলে দেওয়া হয়েছে।
৫/ নিজের ইচ্ছা মত স্বল্প পরিসরে হলিডে যেতে পারবে।
৬/ ফুনেরাল বা জানাজাতে এবং বিবাহ অনুস্ঠানে ১৫ জন অতিথি একত্রিত হতে পারছেন।
৭/ তবে অবশ্যই মুখে মাক্স এবং সামাজিক দূরুত্ব বজায় রাখতে হচ্ছে।
চতুর্থ ধাপে লড় ডাউন শিথিল হবে:-
১/ ২১শে জুন পুরাপুরি লক ডাউন শিথিল করা হবে।
২/ আউট ডোরে এবং স্টেডিয়ামে খেলাধূলা পরিচালিত হবে।
৩/ সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
৪/ ২২শে ফেব্রুয়ারি লক ডাউন শিথিলের রোড ম্যাপ ঘোষনা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।৮ই মার্চ থেকে ২১শে জুন পর্যন্ত ৪টি ধাপে লক ডাউন তুলে নেওয়া হবে।
২১শে জুন পর্যন্ত আইনি বাধ্যবাধকতা অব্যহত থাকবে। সব কিছু ঠিক থাকলে এবং করোনার ভয়াবহ পরিস্থিতির পূনরাবৃত্তি না ঘটলে ২১ শে জুনের পর আইনি বাধ্যবাধকতা তুলে নেওয়া হতে পারে। ৮ই মার্চ থেকে ২১শে জুন পর্যন্ত চারটি ধাপে লক ডাউন উঠে যাওয়ার আবার ফিরে আসবে আমাদের স্বাভাবিক জীবন।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,”লক ডাইন শিথিল করা হলেও ইন্ডিয়ান ভাইরান্টেপ কারনে সবাইকে অধিক শতর্কতা অবলম্বন করে চলতে হবে। সরকারি নিয়মনীতি নেমে চলতে হবে। আমরা চাই করোনাভাইরাস থেকে সুরক্ষা। এ জন্য সবার সহযোগিতা একান্ত প্রয়োজন,”।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ্য রাখুন, হেফাজতে রাখুন। আমিন।