| |

আজ সোমবার থেকে ইংল্যান্ডে দ্বিতীয় ধাপে শিথিল হচ্ছে লক ডাউন।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ বা করোনাভাইরস মহামারি থেকে সুরক্ষা বা করোনাভাইরস প্রতিহত করার জন্য ইংল্যান্ডে চলছে তৃতীয় জাতীয় লক ডাউন। ধাপে ধাপে লক ডাউন তুলে নেওয়ার ঘোষনা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

৫ টি ধাপে তুলে নেওয়া হবে ইংল্যান্ডের লক ডাউন । গত ৮ই মার্চ প্রথম ধাঁপের লক ডাউন শিথিল করা হয়েছিলো । শিক্ষা প্রতিস্ঠান খোলার মধ্যদিয়ে শুরু। সরকারের সেই ঘোষনা অনুযায়ী ২৯ মার্চ দ্বিতীয় ধাঁপের লক ডাউন শিথিল করা হচ্ছে।

এই দ্বিতীয় ধাপে যে সব সুবিধা গুলি থাকছে।

১/ ২৯শে মার্চ থেকে দুই পরিবার দেখা করতে পারবেন। একে অন্য বাসায় যেতে পারবেন।তবে আউট ডোরে অথবা গার্ডেনে মিলিত হতে হবে।

২/ ৬ জন এক সাথে মিলিত হতে পারবেন, ৬ জনের ,গ্রুপ মিটিং করতে পারবেন। ৬ জনের দল পিকনিক করতে পারবেন।

৩/ এক শহরের লোক অন্য শহরে যেতে পারবেন বা অন্য অন্চলে যাতায়াত করতে পারবেন।

৪/ ঘরে বন্ধি না থেকে এখন থেকে ঘরের বাহিরে যেতে পারবেন। বন্ধু বা আত্বীয় স্বজনের সাথে দেখা করতে পারবেন। এক শহর থেকে অন্য শহরে যেতে পারবেন। তবে অন্য দেশে ভ্রমন করা বা হলিডেতে যাওয়া যাবে না।

৫/ আউট ডোর খেলা ধুলা, সুইমিং, করা যাবে। তবে বড় ধরনের জামায়েত হওয়া যাবে না।

৬/ পাব রেস্টুরেন্ট বন্ধ থাকলেও টেক ওয়ে , কফি শপ খোলা থাকবে।

২২শে ফেব্রুয়ারি লক ডাউন শিথিলের রোড ম্যাপ ঘোষনা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।৮ই মার্চ থেকে ২১শে জুন পর্যন্ত ধাপে ধাপে লক ডাউন তুলে নেওয়া হবে।

২১শে জুন পর্যন্ত আইনি বাধ্যবাধকতা অব্যহত থাকবে। সব কিছু ঠিক থাকলে এবং করোনার ভয়াবহ পরিস্থিতির পূনরাবৃত্তি না ঘটলে ২১ শে জুনের পর আইনি বাধ্যবাধকতা তুলে নেওয়া হতে পারে। ৮ই মার্চ থেকে ২১শে জুন পর্যন্ত ধাপে ধাপে লক ডাউন উঠে যাওয়ার আবার ফিরে আসবে আমাদের স্বাভাবিক জীবন।

ভ্যাকসিন কার্যক্রম অব্যহত রয়েছে। করোনায় আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা কমেছে বা নিয়ন্ত্রনে এসেছে । রক্ত কাল রবিবার ব্রিটেনে করোনায় মারা গেছেন ৩৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে ৩,৮৬২ জন।আমাদের সবাইকে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ্য রাখুন, হেফাজতে রাখুন। আমিন।

ব্রিটেনের কভিডের নতুন শ্লোগান:-

হ্যান্ডস, ফেইজ, স্পেইজ এবং ফ্রেশ এয়ার।


Similar Posts