NRB হাসপাতালের ফান্ড রাইজিং ডিনার ২.৫ মিলিয় পাউন্ডের প্রতিশ্রুতি ।

ব্রিটিশ বাংলাদেশি উদ্যোগ NRB হসপিটালের জন্য মাত্র ১ ঘন্টায় রেকর্ড ২.৫ মিলিয়ন পাউন্ড ডোনেশানের প্রতিশ্রুতি।
সিলেট থেকে ২২ মাইল দক্ষিণ পশ্চিমে ওসমানীনগরের উমরপুর উনিয়নের বৃহত্তর খাদিমপুরের একানিদা গ্রামে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে NRB হসপিটাল এন্ড মেডিকেল কলেজ।
বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার লুৎফুর রহমানের উদ্যোগে নির্মিত হাসপাতালে থাকছে মা ও শিশু, ক্যান্সার, মেডিসিন, ইমার্জেন্সি বিভাগ সহ বিশেষায়িত অন্যান্য বিভাগ।
হাসপাতালের ম্যান, সেবা, এবং স্বাস্থ্য খাতের দক্ষ জনবল নিশ্চিত করতে প্রতিষ্ঠিত করা হচ্ছে অত্যাধুনিক মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট।
সোমবার NRB হাসপাতালের বিভিন্ন দিক উপস্থাপন এবং ফান্ডরাইসিং এর জন্য ওসমানীনগরের উমরপুর এবং আশারকান্দি ইউনিয়নের ব্রিটিশ বাংলাদেশিদের অংশগ্রহণে নিবেদিত অনুষ্ঠানে মাত্র ১ ঘন্টায় ২.৫ মিলিয়ন পাউনড প্রতিশ্রুতি পাওয়া যায়।
বাংলাদেশে প্রতিবছর মৃত্যুমুখে চিকিৎসার অভাবে হাজার হাজার গর্ভবতী মা.
প্রতি বছর প্রায় ১১০ হাজার মানুষ মারা যায় হার্ট এটাকে।
প্রতি ১০ হাজার মানুষের জন্য ২৩ জন চিকিৎসকের প্রয়োজন, বাংলাদেশের আছে মাত্র ৭ জন.
স্বাস্থ্যখাতের এমন ভঙ্গুর দশায় দেশীবিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মানুষের সেবায় অনন্য ভূমিকা পালন করবে বলে মনে করেন আগত অতিথিরা।
হাসপাতাল তৈরির কাজ ইতিমিধ্যেই শুরু হয়েছে, হাসপাতালকে কেন্দ্র করে পাল্টে যাবে এই জনপদের চিত্র – বলছেন স্থানীয় জনগণ।