| | |

LBPC & BBCCI এর ক্রিকেট ৩ আগস্ট ।


রোববার গুডমেইজ পার্কে প্রীতি ক্রিকেট ম্যাচ : মুখোমুখী হচ্ছে বিবিসিসিআই- লন্ডন বাংলা প্রেস ক্লাব

৩ আগস্ট রোববার দুপুরে পুর্ব লন্ডনের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে বসছে দিনব্যাপী ক্রিকেট আসর । যুক্তরাজ্যের বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন বৃটিশ-বাংলাদেশ চেম্বার্স অব কমার্স (বিবিসিসিআই) এবং বৃটেনের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা মুখোমুখি হচ্ছেন।

কমিউনিটির এই দুই সংগঠনের প্রীতি ক্রিকেট ম্যাচ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজন করা হয় এক প্রেস ব্রিফিং।

এতে বক্তব্য রাখেন বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট ও দলের অধিনায়ক বশির আহমেদ, ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী রুপি আমিন।

বিবিসিসিআই দলের অধিনায়ক বশির আহমেদ বলেন, এই খেলায় হার-জিত থাকবেই, তবে অংশগ্রহণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রবাসে আমাদের কমিউনিটি সংগঠনগুলোর মাঝে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন গড়ে তুলতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে।

বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার বলেন, খেলাধূলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কমিউনিটিতে যেন নতুন প্রজন্ম এই ঐতিহ্য ধারণ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।

লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ বলেন, পেশাগত ব্যস্ততার বাইরে কমিউনিটির মানুষদের একত্রিত করার এই আয়োজন নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে। এমন আয়োজন আরও হোক, সেটাই প্রত্যাশা।

প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের বলেন, মাঠে এবার সাংবাদিক ও ব্যবসায়ীরা খেলোয়াড় হিসেবে থাকবেন। এতে যেমন ভিন্ন অভিজ্ঞতা হবে, তেমনি আরও ঘনিষ্ঠ হবে কমিউনিটির সেতুবন্ধন।

সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, চেম্বার্স অব কমার্স ও প্রেস ক্লাব বৃটেনের দুটো প্রেস্টিজিয়াস সংগঠন। এই দুই সংগঠনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ সম্প্রতির এক অনন্য দৃষ্টান্ত । তিনি কমিউনিটির সর্বস্তরের মানুষকে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে রোববার দুপুরে গুডমেইজ মাঠে আসার জন্য আহবান জানান। তিনি বলেন, আশা করছি, এটি একটি দুর্দান্ত উপভোগ্য ম্যাচ হবে। এটি দুই সংগঠনের সদস্যদের মধ্যে বন্ধুত্ব ঐক্যের বার্তা দেবে ।

আমরা চাই, সবাই পরিবার-পরিজন নিয়ে মাঠে আসুন, প্রীতি ম্যাচ উপভোগ করুন। খেলাধুলার মাধ্যমে আমরা যেন সম্পর্ক আরও দৃঢ় করতে পারি – বলেন বিবিসিসিআই এর লন্ডন রিজিয়নের সেক্রেটারী জেনারেল তোফাজ্জল আলম।

প্রেস ব্রিফিং শেষে দুই দলের প্রতিনিধিরা প্রতীকীভাবে খেলোয়াড়দের মধ্যে জার্সি বিনিময় করেন । আয়োজকরা জানান, এটি কেবল প্রতীকী নয়- দুই সংগঠনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার প্রতিচ্ছবি।


Similar Posts