I can be a role model
আমি হতে পারি… ক্যাম্পেইন শুরু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এশীয় এবং বহু—নৃতাত্বিক বাসিন্দারা যা হতে আগ্রহী, তা হতে উৎসাহিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল শুরু করেছে নতুন এক প্রচারাভিযান ‘আমি হতে পারি’ (আই ক্যান বি ক্যাম্পেইন)।
ম্যাজিষ্ট্রেট, স্কুল গভর্নর, পুলিশ কমিউনিটি সাপোর্ট অফিসার, হাউজিং বা শিক্ষা বোর্ডের প্রতিনিধি কিংবা স্বেচ্ছাসেবী হওয়ার মাধ্যমে কমিউনিটি নেতা হয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা রাখতে সর্বস্তরের বাসিন্দাদের উৎসাহিত করতে আই ক্যান বি ক্যাম্পেইন শুরু করা হয়েছে।
৩০ জুলাই মঙ্গলবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে প্রচারিভানের উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান।
তিনি বলেন, ‘আমি হতে পারি’ ক্যাম্পেইন নতুন প্রজন্মের কমিউনিটি নেতৃত্বের পথ সুগম করবে। আমরা চাই, সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা গুলোতে নারী, তরুণ ও প্রতিবন্ধীরা এগিয়ে আসুক, অংশ নিন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং ইতিবাচক অবদান রাখুন।
মেয়র বলেন, আমাদের ওয়েবসাইটে এ বিষয়ে ফ্রি ট্রেনিং ও সুযোগগুলো প্রকাশ করা হবে এবং এই উদ্যোগ নিঃসন্দেহে সংখ্যালঘু কন্ঠের জন্য একটি বাস্তব প্রভাব ফেলার অনন্য সুযোগ।
প্রতিষ্ঠিত কমিউনিটি চ্যাম্পিয়নদের পদাঙ্ক অনুসরণ করে নতুন প্রজন্মের কমিউনিটি লিডার হতে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘আই ক্যান বি’ ক্যাম্পেইনে কয়েকজন কমিউনিটি চ্যাম্পিয়ন তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন।
এঁদের মধ্যে ছিলেন, হোয়াইটচ্যাপেলের রয়েল লন্ডন হসপিটাল এর ট্রমা সার্জন এবং ন্যাশনাল ক্লিনিক্যাল ডিরেক্টর ফর ভায়োলেন্স রিডাকশন ফর এনএইচএস ইংল্যান্ড ডা. মাটির্ন গ্রিফিথস, যিনি তাঁর কমিউনিটি কাজের মাধ্যমে বহু তরুণের জীবনকে পাল্টে দিতে সক্ষম হয়েছে।
আরেকজন বক্তা হচ্ছেন টাওয়ার হ্যামলেটসে বেড়ে ওঠা, বিশ্বখ্যাত ক্যান্সার সার্জন ডাঃ শাফি আহমদ, যার অনলাইন ভিডিও লক্ষ কোটি বার দেখেছে বিশ্বের মানুষ। তিনি বাংলাদেশে একটি উইম্যান্স ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন এবং সবচেয়ে অসহায় মানুষ যাতে সেরা মানের চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতে ক্লিনিক্যাল স্টাফদের ট্রেনিং দিয়ে থাকেন।
বেথনাল গ্রিন ভিত্তিক চ্যারিটি সংগঠন উইম্যান্স ইনক্লুসিভ টিম এর সিইও সাফিয়া জামা, তার স্বেচ্ছাসেবী কাজের জন্য ২০২২ সালে কুইন এওয়ার্ড ফর ভলান্টিয়ার সার্ভিস’ লাভ করেন।
বিবিসি এশিয়া নেটওয়ার্ক এর বাংলা শো প্রেজেন্টার ব্যারিস্টার নাদিয়া আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর কাস্টমার সার্ভিস, ইক্যুয়েলিটিজ এন্ড সোশ্যাল ইনক্লুজন, কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, চীফ ইন্সপেক্টর জয় সিং, সুফিয়া আলম।
অনুষ্ঠানে সৌমি দাস এন্ড কোম্পানীর শিল্পীরা নৃত প্রদর্শন করেন।