HLT এর ফান্ডরাইজিং ডিনারে £১২ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি।

বৃহস্পতিবার ৭ই মার্চ Humanitarian & Saving Lives Trust Uk এর এক Foundraising অনুষ্টান Impression Event Venue তে,অনুষ্টিত হয়।সেক্রেটারি মানিকুর রহমান গনি মোহাম্মদ জেইন মিয়া ও মঈন উদ্দিন আনছারের যৌত পরিচালনায় কোরান তেলাওত করেন হাফিজ মোহাম্মদ আনজুম.
প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন Sir Stephen Timms MP.
স্বাগত বক্ত্যব্য সংগঠনের সভাপতি আসিকুর রহমান জানান ২০২৩ এর ফান্ডরাইসিং ডিনার এর £14000 ডোনেশনে বিগত একবৎসরে কমপক্কে ১৮০০ থেকে ২০০০ অসহায় পরিবারের মদ্যে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়. সংগঠনের সভাপতি আরো জানান যত দিন যাচ্ছে ফুডব্যাংক এর ডিমান্ড আরো বাড়তেছে, খাদ্য সমগ্রী recipient দের মদ্যে বাংলাদেশীর সংখ্যা বেশি, কেননা বগত কয়েক বৎসরে যে সব বাংলাদেশী কেয়ার ভিসা এবং অন্নান্ন ভিসায় আসছে তাহারা অসহায় হয়ে লাইনের দাঁড়াচ্ছে. বাংলাদেশী কমিউনিটির সাধারণ মানুষ ও বেবসাযীর ফিনান্সিয়াল সহযুগিতার কারণে এতো পরিবারের পাশে দাড়ানো সম্বব হয়েছে. সভাপতি আরো জানান যে ডোনেশনের সম্পূর্ণ টাকা ফুডব্যাংকে বেয় করা হয়. সবশেষে HSLT ভলেন্টিয়ার,
ডোনার, স্পনছার ও উপস্থিত সবাইকে দন্যবাদ জানান.
Sir Stephen Timms MP, GLA Member Unmesh Desai, Community activist Shahghir Bokth Faruk, Muhibur Rahman Muhib, Parvez Qureshi BEM, Boshir Ahmed, Shahanoor Khan, EX Councillor Ayesha Choudhury সহ আরও অনেকে স্পনছার ও স্পেশাল ডোনার দের হাতে বিশেষ স্বীকৃতি হিসেবে certificate প্রদান করেন.
কমুনিটির অন্যান্য গুরুত্বপূর্ণ বেক্তিগণ বক্তব্যের মদ্যে HSLT এক মহৎ কাজকে স্বাগত জানান ও সবাইকে সহযুগিতার হাত বাড়ানোর আহবান জানান.
সর্বশেষে মৌলানা শাহ মিজান ও মঈন উদ্দিন আনছার যৌথ ভাবে £12000 ডোনেশন তোলেন.