BBDMA ঈদ পূনর্মিলন ও সাংস্কৃতিক অনুস্ঠানে যত দাবী?

বৃস্টিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশনের ঈদ পুর্নমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুস্টান কমার্শিয়াল রোডে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে অনুষ্টিত হয় । মোহাম্মদ আবুল কালাম ও পারভেজ আহমদের পরিচালনায় সভাপতিত্ব করেন কনভেনর কাজী বাবর উদ্দিন আহমদ ।সভার শুরুতে নাশিদ পরিবেশন করেন আবুল কালাম ।BBMDA এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে মূল বক্তব্য উপস্হাপন করেন CEO সাদেক আহমদ ।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন ।
Howard Dawber (London Deputy Mayor)
Umesh Deshai (G L A Member)
কাউন্সিলার জাহেদ চৌধুরী
স্প্রিকার টাওয়ার হেমলেট,
কাউন্সিলার রহিমা রহমান
চেয়ার অপ নিউহ্যাম কাউন্সিল,
কাউন্সিলার আয়াছ মিয়া,
কাউন্সিলার ফয়জুর রহমান,
কাউন্সিলার মুজিবুর রহমান,
কাউন্সিলর আহমেদুল কবির,
আবিদ হোসেন অপু ভাইস চেয়ারম্যান বি বি এম ডি এ,
মো: শাহজাহান কোষাধক্ষ বি বি এম ডি এ,
মোস্তাক আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক বি বি এম ডি এ,
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন লন্ডনের স্বনামধন্য শিল্পি বৃন্দ ।