| | |

সিলেট প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে লন্ডনে মানববন্ধন ।


সিলেট এয়ারপোর্টকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক এয়ারপোর্ট, বিমানের ঠিকেট দাম কমানো, বাংলাদেশ হাইকমিশনে হয়রানী বন্ধ, সুরমা-কুশিয়ারা ও মনু নদী খননসহ বিভিন্ন দাবীতে সিলেট ইউনাইটেড ইউকের আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গত বুধবার দুপুরে হোয়াইটচ‍্যাপল ষ্ট‍েশনের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট সফিক উদ্দিন আহমদ এবং শাহান চৌধুরী’র যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব‍্য রাখেন ব‍্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ,আমিনুর রহমান আমিন, ফখর উদ্দিন, জামাল আহমদ, লিটন আহমদ, মোহাম্মদ শাহ জাহান, আব্দুস সুবহান, সায়মন চৌধুরী, জগলু খান, নুরুল ইসলাম এমবিই, উম্মর খান, কাজী সারওয়ার, মোহাম্মদ মুহিবুর রহমান প্রমূখ। সার্বিক সহযোগীতায় ছিলেন ওরিজিনাল ফ্লেভারের তাহের হোসেন চৌধুরী।

পরে স্টেপনী গ্রীনের একটি রেস্টুরেন্টে ইউনাটেড সিলেটের মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আগামী কর্মসূচি নিয়ে আলোচনাসহ সিলেটবাসীর দাবী বাস্থবায়নে সরকারকে প্রদক্ষেপ নেওয়ার আহবান জানান।


Similar Posts